তৃণমূলে যোগ দিলেন সিএবি-র প্রাক্তন সচিব বিশ্বরূপ দে। বৃহস্পতিবার তৃণমূল ভবনে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও সাংসদ সুখেন্দু শেখর রায়ের হাত থেকে ঘাস ফুলের পতাকা গ্রহণ করেন বিশ্বরূপ। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘স্পিরিট’ই তাঁকে তৃণমূলে টেনে নিয়ে এসেছে বলে জানান প্রাক্তন সিএবি কর্তা।
শাসক দলে যোগ দিয়ে বিশ্বরূপ দে বলেন, 'আমি স্পিরিটে বিশ্বাসী। মঙ্গলবার অস্ট্রেলিয়ায় ভারতের যে জয় তা কিন্তু ওদের স্পিরিটের জন্যই। জীবনে এটাই বড় কথা। আর এই স্পিরিটেই ভরপুর মমতা বন্দ্যোপাধ্যায়।' একই সঙ্গে বিশ্বরূপ স্পষ্টই করেন যে, 'আমি যে তৃণমূলের অন্ধ ভক্ত তেমনটা বলব না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াকু মানসিকতা নিয়ে গ্রামে-গঞ্জে কাজ করছে তা অনুসরণযোগ্য। বাংলার রাজনীতিতে এই স্পিরিট একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়েরই রয়েছে। সব আক্রমণ তিনি ক্রিকেটীয় ভাষায় হুক করে উড়িয়ে দিচ্ছেন। তাই বাংলাকে বাঁচাতেই সবাইকে তৃণমূলের ছাতায় আসতে হবে।'
শেষে দুঁদে রাজনীতিকের মতো বিশ্বরূপ দে-কে বলতে শোনা যায়, 'আমরা কিন্তু শেষ অবধি থাকব। আমরা মাঝপথে চলে যাওয়ার লোক নই। ইনিংস শেষ করে মাঠ ছাড়তে হয়। আমরাও তাই করব।'
দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে কয়েক সপ্তাহ আহেই জোর জল্পনা তৈরি হয়। সেই চর্চা না জুড়োতেই এবার রাজনীতির অঙ্গনে ব্যাটিংয়ে নামলেন বাংলার অন্যতম ক্রিকেট প্রশাসক বিশ্বরুপ দে। এখন দেখার মমতা বিশ্বরূপ দর্শন কেমন হয়!
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন