Advertisment

অসুস্থ সোমনাথ ভর্তি বেসরকারি হাসপাতালে

অসুস্থ লোকসভার প্রাক্তন অধ্য়ক্ষ সোমনাথ চট্টোপাধ্য়ায়। তাঁর চিকিৎসা চলছে বেল ভিউ নার্সিং হোমে। তাঁর চিকিৎসার জন্য় একটি মেডিক্য়াল বোর্ড গঠন করা হয়েছে। তিনি ভর্তি রয়েছেন হাসপাতালের আইসিইউতে।

author-image
IE Bangla Web Desk
New Update
somnath chatterjee

প্রাক্তন লোকসভার অধ্য়ক্ষ সোমনাথ চট্টোপাধ্য়ায় ভর্তি রয়েছেন হাসপাতালে। এক্সপ্রেস ফোটো

লোকসভার প্রাক্তন অধ্য়ক্ষ সোমনাথ চট্টোপাধ্য়ায় ভর্তি রয়েছেন বেল ভিউ নার্সিং হোমে। আইসিইউতে তাঁর চিকিৎসা চলছে । ব্রেইন স্ট্রোক হওয়ায় তাঁকে গত সোমবার এই নার্সিং হোমে ভর্তি করা হয়। সূত্রের খবর, তাঁর শারীরিক অবস্থা খানিকটা স্থিতিশীল বললেও সঙ্কট পুরোপুরি কাটেনি। একটি মেডিক্য়াল বোর্ড গঠন করা হয়েছে তাঁর চিকিৎসার জন্য়। সর্বক্ষণ পর্যবেক্ষণে রয়েছেন এই বামপন্থী রাজনীতিবিদ। তাঁর বয়স ৯০ ছুঁইছুঁই। তাই কিছুটা টেনশনে রয়েছেন চিকিৎসকরা। এর আগে ২০১৪ সালে মাইল্ড সেরিব্রাল অ্য়াটাক হয়েছিল। যদিও তাঁর চিকিৎসা নিয়ে এখনও পর্যন্ত কোনও মেডিক্য়াল বুলেটিন প্রকাশ করেনি হাসপাতাল কতৃপক্ষ। 

Advertisment

সম্প্রতি সোমনাথ চট্টোপাধ্য়ায় ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বিস্তরিত সাক্ষাৎকার দিয়েছিলেন। আগামী ২০১৯ লোকসভা নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বেই বিজেপি বিরোধী শক্তি লোকসভা ভোটে ভাল ফল করতে পারবে বলে তিনি স্পষ্ট জানিয়েছিলেন। একইসঙ্গে দেশ ও রাজ্য় রাজনীতি নিয়ে অনেক খোলামেলা কথা বলেছিলেন লোকসভার একমাত্র বাঙালী অধ্য়ক্ষ।

পড়ুন সেই ইন্টারভিউ দল ডাকলে তখন দেখা যাবে, বললেন অকপট সোমনাথ

somnath chatterjee
Advertisment