টানা পঞ্চমবারের জন্য ইডির সমন এড়িয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কথিত মদ কেলেঙ্কারিতে ইডি-র সমনের হাজিরা না দেওয়ায় কেজরিওয়ালের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে ইডি।
বড় বিপাকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বারবার সমন দিলেও তাতে বিশেষ আমল দেন নি মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে ইডি। অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আদালতে আবেদন করেছে তদন্তকারী সংস্থা । ইডি পিএমএলএ আদালতকে জানিয়েছে যে কেজরিওয়ালকে টানা ৫ বার সমন দেওয়ার পরেও হাজির হচ্ছেন না। আগামী ৭ ফেব্রুয়ারি এ বিষয়ে আদালতে শুনানি হবে।
জানা গিয়েছে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বিরুদ্ধে আইপিসির ১৭৪ ধারায় অভিযোগ দায়ের করেছে ইডি। আবগারি নীতি সংক্রান্ত বিষয়ে ২০২৩ সালের নভেম্বর থেকে অরবিন্দ কেজরিওয়ালকে মোট পাঁচবার সমন পাঠানো হয়েছে। তাকে সর্বশেষ ৩১ জানুয়ারি তলব করা হয়েছিল এবং ২রা ফেব্রুয়ারি তাকে জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত হতে বলা হয়েছিল, কিন্তু তিনি তাতেও সাড়া দেননি।
মদ কেলেঙ্কারির মামলায় প্রথম সমন ২০২৩ সালের ২রা নভেম্বর কেজরিওয়ালের কাছে পাঠানো হয়েছিল। তাতে সাড়া না দেওয়ায় ফের ডিসেম্বর সমন জারি করা হয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রীর সমনের কোন উত্তরও দেন নি। তৃতীয় সমন পাঠানো হয় ৩রা জানুয়ারি এবং চতুর্থ সমন পাঠানো হয় ১৩ই জানুয়ারি। কেজরিওয়াল প্রতিটি সমনকে বেআইনি এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন।
এখনও অবধি দিল্লির প্রাক্তন শিক্ষামন্ত্রী মনীশ সিসোদিয়া এবং আপ সাংসদ সঞ্জয় সিং অভিযুক্ত মদ কেলেঙ্কারিতে গ্রেফতার হয়েছেন। অরবিন্দ কেজরিওয়াল এবং আম আদমি পার্টি বারবার অভিযোগ করছে যে রাজনৈতিক এজেন্ডা অনুযায়ী তাঁকে গ্রেফতারির জন্য তোড়জোড় করছে বিজেপি।