Advertisment

বীরভূমে তৃণমূল পার্টি অফিসে বিধ্বংসী বোমা

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের কারণে মজুত রাখা হয়েছিল বোমা, যদিও এই খবরের সত্যতা এখনো যাচাই করা যায় নি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বড়সড় বিস্ফোরণে ধ্বংস হয়ে গেল বীরভূম জেলায় একটি তৃণমূল কংগ্রেস পার্টি অফিস। ঘটনাটি ঘটে আজ সোমবার, কাঁকরতলা থানার অন্তর্গত বরারা গ্রামে। পুলিশ জানিয়েছে, ঘটনায় হতাহতের খবর এখনো পাওয়া যায় নি।

Advertisment

যখন বিস্ফোরণ ঘটে, তখন অফিসটি বাইরে থেকে তালাবন্ধ ছিল বলে পুলিশ জানিয়েছে। "স্থানীয় মানুষের কাছে আমরা জেনেছি, যখন বোমা ফাটে তখন অফিস বন্ধ ছিল," বলেন বীরভূমের পুলিশ সুপার কুণাল আগরওয়াল। তিনি আরও বলেন, "ঠিক কী ধরনের বিস্ফোরণ ঘটেছে, সেটা নিশ্চিত করতে আমাদের আরও কিছু সময় লাগবে। এখনো এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয় নি।"


বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের বক্তব্য, ঝাড়খণ্ড থেকে বিজেপির মদতপুষ্ট দুষ্কৃতীরা বোমা নিয়ে পার্টি অফিস আক্রমণ করে। জেলা বিজেপি সভাপতি এই দাবিকে "হাস্যকর" আখ্যা দিয়েছেন।

স্থানীয় সূত্রের খবর, যেভাবে অফিসটি ভেঙেছে তাতে অনুমান করা হচ্ছে, প্রচুর পরিমাণে বোমা মজুত করা ছিল সেখানে। হঠাৎই বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। কংক্রিটের দেয়াল থেকে বাড়ির ছাদ ভেঙে চুরমার হয়ে যায় সমস্ত কিছু। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের কারণে মজুত রাখা হয়েছিল বোমা, যদিও এই খবরের সত্যতা এখনো যাচাই করা যায় নি। এলাকার দখল কার হাতে থাকবে এই নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। এর আগেও গোষ্ঠী সংঘর্ষে বহুবার উত্তপ্ত হয়েছে কাঁকরতলা এবং খয়রাশোল এলাকা। খোদ অনুব্রত মণ্ডলের নির্দেশের পরও গোষ্ঠীদ্বন্দ্ব কমেনি তৃণমূলের।

tmc bjp trinamul
Advertisment