ফেসবুককে ঘিরে ক্রমশ চড়ছে রাজনীতির পারদ। ফেসবুকের প্রতিনিধিকে তলবের পরই এবার তথ্য়প্রযুক্তির স্ট্য়ান্ডিং কমিটির চেয়ারম্য়ান শশী থারুরের বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস আনলেন বিজেপি সাংসদ তথা ওই কমিটির সদস্য় নিশিকান্ত দুবে। উল্লেখ্য়, দ্য় ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন নিয়ে ব্য়াখ্য়া চেয়ে ফেসবুকের প্রতিনিধিকে তলব করেন থারুর। যা নিয়ে এই পর্বে নয়া বিতর্কের সূত্রপাত।
নিশিকান্ত দুবে অভিযোগ করেছেন, কোনও নিয়মকানুন না মেনেই সংসদীয় কাঠামোর রীতিনীতির সীমা ছাড়িয়ে নোটিস পাঠিয়েছেন শশী থারুর। এ ব্য়াপারে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে নোটিস দিয়েছেন দুবে। এ বিষয়টি নিয়ে নিজেই সিদ্ধান্ত নিতে পারেন স্পিকার নতুবা তা পাঠাতে পারেন প্রিভিলেজ কমিটিতে।
আরও পড়ুন: ‘বিজেপির প্রতি পক্ষপাতদুষ্ট ফেসবুক’, জুকারবার্গকে চিঠি কংগ্রেসের
প্রসঙ্গত, দ্য় ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টে দাবি করা হয়েছে, বাণিজ্য়িক কারণে ভারতে ফেসবুকের পাবলিক পলিসি এগজিকিউটিভ বিজেপি নেতাদের বিরুদ্ধে ‘হেট স্পিচ রুলস’ লাগু করেননি। আমেরিকার ওই সংবাদসংস্থার প্রতিবেদনে এও দাবি করা হয়েছে, ভারতে ফেসবুকের পাবলিক পলিসি ডিরেক্টর আঁখি দাস বিজেপি নেতাদের বিদ্বেষমূলক পোস্টের বিরুদ্ধে ব্য়বস্থা নিতে কর্মীদের বারণ করেছেন। কারণ, ব্য়বস্থা নিলে এ দেশে ব্য়বসায় ধাক্কা খেতে পারে সংস্থা।
এদিকে, ভারতে ফেসবুক লিডারশিপ টিম কীভাবে কাজ চালায়, তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্তের দাবিতে ফেসবুক সিইও-কে চিঠি লিখেছে কংগ্রেস। জুকারবার্গকে চিঠি লিখেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন