Advertisment

রাহুলে কড়া facebook, কংগ্রেস নেতার ছবি মুছল ইনস্টাগ্রামও

আগেই রাহুলের বিরুদ্ধে একই পদক্ষেপ করেছিল টুইটার৷ এবার সেই পথেই হাঁটল ফেসবুক, ইনস্টাগ্রাম৷

author-image
IE Bangla Web Desk
New Update
Facebook removes Rahul Gandhi’s post

টুইটারের পর এবার ফেসবুক৷ রাহুল গান্ধীর পোস্ট মুছে দিল ফেসবুক৷ সংস্থার নীতির বিরুদ্ধে রাহুল ওই ছবি পোস্ট করেছিলেন বলে দাবি করা হয়েছে৷ দিল্লিতে দলিত শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে৷ নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাহুল গান্ধী৷ পরে দলিত শিশুকন্যার পরিবারের সদস্যদের ছবি রাহুল পোস্ট করেছিলেন ফেসবুক ও ইনস্টাগ্রামে৷ ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রাম থেকেও মুছে ফেলা হয়েছে প্রাক্তন কংগ্রেস সভাপতির পোস্ট৷

Advertisment

উল্লেখ্য, মাসখানেক আগে পশ্চিম দিল্লিতে এক দলিত শিশুকন্যাকে ধর্ষণ করে তার দেহ জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে৷ সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয় জাতীয় রাজনীতি৷ স্বরাষ্ট্রমন্ত্রকের আওতাধীন দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা৷ পরবর্তী সময়ে কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল ও বিরোধী বেশ কয়েকটি দলের নেতারা দিল্লিতে নির্যাতিতা শিশুর পরিবারের সঙ্গে দেখা করতে যান৷ দলিত ওই শিশুকন্যার সঙ্গে দেখা করার পর সেই ছবি রাহুল পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়৷

আরও পড়ুন- ধ্বংসাত্মক শক্তি কিছু সময়ের জন্য সক্রিয় থাকে, অনন্তকাল নয় : মোদী

টুইটারে সেই ছবি পোস্ট হতেই সমালোচনায় সরব হয় জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন৷ নির্যাতিতার পরিবারের ছবি প্রকাশ্যে দেওয়া যায় না, এই তত্ত্বে টুইটার কর্তৃপক্ষকে সেই ছবি সরাতে নির্দেশ দেওয়া হয়৷ তড়িঘড়ি রাহুলের সেই পোস্ট মুছে দেয় টুইটার৷ এমনকী বেশ কয়েকদিন রাহুলের টুইটার অ্যাকাউন্ট বন্ধ রাখা হয়েছিল৷ টুইটারের পর এবার রাহুলের বিরুদ্ধে তৎপর ফেসবুক৷ দিল্লির ওই নির্যাতিতা শিশুকন্যার পরিবারের ছবি ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন রাহুল গান্ধী৷ ইনস্টাগ্রামও ফেসবুকেরই অংশ৷ রাহুলের দুটি পোস্টই মুছে ফেলা হয়েছে৷

Read full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

rahul gandhi instagram Facebook Post Congress MP
Advertisment