Advertisment

‘অহঙ্কারের কুর্সি ছেড়ে কৃষকদের অধিকার দিন’, নাম না করে মোদী সরকারকে নিশানা রাহুলের

মঙ্গলবার টুইট করে রাহুল লিখেছেন, ‘‘অহঙ্কারের কুর্সি থেকে নেমে ভাবুন এবং কৃষকদের অধিকার দিন’’।

author-image
IE Bangla Web Desk
New Update
Rahul Gandhi, রাহুল গান্ধী

রাহুল গান্ধী

কৃষক বিদ্রোহ ঘিরে উত্তাল গোটা দেশ। নাম না করে মোদী সরকারকে এ ইস্য়ুতে বিঁধলেন রাহুল গান্ধী। মঙ্গলবার টুইট করে রাহুল লিখেছেন, ‘‘অহঙ্কারের কুর্সি থেকে নেমে ভাবুন এবং কৃষকদের অধিকার দিন’’। উল্লেখ্য়, আজই কৃষকদের আলোচনার টেবিলে আহ্বান জানিয়েছে মোদী সরকার।

Advertisment

টুইটারে এদিন কংগ্রেস সাংসদ লিখেছেন, অন্নদাতারা রাস্তায় ময়দানে ধর্না দিচ্ছেন...কৃষকদের কঠোর পরিশ্রমের কাছে আমরা সকলেই ঋণী। ওঁদের ন্য়ায়, অধিকার দিয়েই এই ঋণ মেটানো যাবে, ওঁদের মারধর করে, লাঠি চালিয়ে, কাঁদানে গ্য়াসের শেল ফাটিয়ে নয়। জেগে উঠুন, অহঙ্কারের কুর্সি থেকে নেমে ভাবুন এবং কৃষকদের অধিকার দিন।

আরও পড়ুন: বরফ কি গলবে? বিদ্রোহের আবহে আজ কৃষক-সরকার বৈঠক

অন্য়দিকে, এদিন দুপুর ৩টেয় কৃষক নেতাদের আলোচনায় ডেকেছে সরকার পক্ষ। তার আগে এদিন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডার বাসভবনে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

rahul gandhi
Advertisment