/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/09/sonia-1.jpg)
নয়া কৃষি বিলর বিরুদ্ধে সোচ্চার কংগ্রেস। পথে নেমে প্রতিবাদ করছেন কৃষকরাও। কৃষি বিল ইস্যুতে এনডিএ জোট ভাঙলেও অনড় মোদী সরকার। পাল্টা বিরোধী শিবিরও আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক দিয়েছে। এই পরিস্থিতিতে মহাত্মার জন্মদিবসে তাঁকে স্মরণ করে বাপুর দেখানো পথেই কৃষক আন্দোলেন সাফ্যল্য মিলবে বলে আশা প্রকাশ করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। অন্যদিকে, রাহুল গান্ধী টুইট করে বললেন, 'অন্যায়ের কাছে মাথা ঝোকাবো না।' কৃষক বিল থেকে হাথরাসকাণ্ডে নাম না করেই নিশানা করলেন কেন্দ্রের বিজেপি সরকারকে।
এক ভিডিও বার্তায় সোনিয়া গান্ধী বলেছেন, 'কংগ্রেস কৃষক বিরোধী তিনটি কালো বিলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। কংগ্রেস নেতা-কর্মীরা কৃষক-শ্রমিকদের পক্ষে আন্দোলন করছেন। আত্মবিশ্বাসের সঙ্গে আমি বলতে চাই, বাপুর দেখানো পথে আন্দোলন চালিয়ে গেলে কৃষকদের বিক্ষোভ আন্দোলনে সাফল্য আসবেই। কৃষকরা জয়যুক্ত হবে। কংগ্রেসেও সফল হবে।'
खेत-खलिहान और किसान के हितैषी, रखवाले और बुलंद आवाज राष्ट्रपिता पूज्य बापू और पूर्व प्रधानमंत्री श्री लाल बहादुर शास्त्री जी की जयंती पर कांग्रेस अध्यक्षा श्रीमती सोनिया गांधी जी का संदेश।#GandhiJayantipic.twitter.com/2wg4FLVYbN
— Congress (@INCIndia) October 2, 2020
সোনিয়ার সংযোজন, 'ঘাম ঝরিয়ে চাষীরা ফসলের উৎপাদন বৃদ্ধি করেছে কিন্তু মোদী সরকার কৃষকদের চোখের জল ফেলতে বাধ্য করছে।' দেশেবাসীর মতামতের ভিত্তিতে তাঁদের স্বার্থবাহী আইন তৈরিতে কংগ্রেস বন্ধপরিকর বলে দাবি করেছেন সোনিয়া গান্ধী। এরপরই তিনি বলেছেন, 'কিন্তু মোদী সরাকর কী এসবে বিশ্বাস করে। যদি করত তা হলে আইনে ন্যূনত সহায়ক মূল্যের বিষয়টি বদল করত না।' চাষের কাজের সঙ্গে যুক্ত নানান ছোট ব্যবসায়ীদের স্বার্থ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন কংগ্রেস সবা নেত্রী।
‘मैं दुनिया में किसी से नहीं डरूंगा... मैं किसी के अन्याय के समक्ष झुकूं नहीं, मैं असत्य को सत्य से जीतूं और असत्य का विरोध करते हुए मैं सभी कष्टों को सह सकूं।’
गाँधी जयंती की शुभकामनाएँ।#GandhiJayanti
— Rahul Gandhi (@RahulGandhi) October 2, 2020
এদিকে, নাম না করেই মোদী সরকারকে বিঁধতে এ দিন মহাত্মার বাণী টুইটারে পোস্ট করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেছেন, 'আমি দুনিয়ার কাউকে ভয় করব না। কোনও অন্যায়ের কাছে মাথা নত করব না। অসত্যকে সত্য দ্বারা জয় করব। আর অসত্যের বিরোধিতা করার সময় সমস্ত কষ্টকে সহ্য করব।' বৃহস্পতিবার হাথরাসে যাওয়ার পথে তাঁর বিরুদ্ধে পুলিশের পদক্ষেপকে রাহুল এ ভাবেই নিশানা করেছেন বলে মনে করা হচ্ছে।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন