scorecardresearch

ভোটে ফায়দা লুঠতেই এয়ার স্ট্রাইক: ফারুখ আবদুল্লা

‘‘আমরা সকলেই জানি, ওঁরা পুরোপুরি ব্যর্থ। তাই কাশ্মীরে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ লাগিয়ে এমন একটা অবতার হিসেবে নিজেকে তুলে ধরতে চাইছেন মোদী, যেন ওঁকে ছাড়া দেশ চলবে না।’’

Farooq Abdullah, ফারুখ আবদুল্লা
ফারুখ আবদুল্লা। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

ভোটে ফায়দা লুঠতেই বালাকোটে এয়ার স্ট্রাইক করেছেন নরেন্দ্র মোদী। এবার এই ভাষাতেই বিজেপিকে নিশানা করলেন ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুখ আবদুল্লা। ভোটের আগে এয়ার স্ট্রাইক করে মোদী নিজেকে ‘অবতার’ হিসেবে তুলে ধরেছেন। যেন ওঁকে ছাড়া দেশ চলবে না। এসবই নির্বাচনী চমক বলে তোপ দেগেছেন ফারুখ আবদুল্লা।

এ প্রসঙ্গে শ্রীনগরের সাংসদ বলেছেন, ‘‘নির্বাচনের উদ্দেশ্যেই সার্জিক্যাল স্ট্রাইক(এয়ার স্ট্রাইক) করেছেন…পুরোটাই ভোটের জন্য। কোটি টাকার একটি যুদ্ধবিমান হারিয়েছি আমরা। ভাগ্য ভাল যে, ভারতীয় বায়ুসেনার পাইলট(অভিনন্দন বর্তমান) রক্ষা পেয়েছেন। পাকিস্তান থেকে সসম্মানে ফিরে এসেছেন।’’

আরও পড়ুন, এয়ার স্ট্রাইকে ঠিক কতজন মারা গিয়েছে, প্রশ্ন মমতার

মোদীকে আক্রমণ করে সোমবার আবদুল্লা বলেছেন, ‘‘আমরা সকলেই জানি, ওঁরা পুরোপুরি ব্যর্থ। তাই কাশ্মীরে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ লাগিয়ে এমন একটা অবতার হিসেবে নিজেকে তুলে ধরতে চাইছেন মোদী, যেন ওঁকে ছাড়া দেশ চলবে না। কিন্তু আমি একটা কথা বলতে চাই, উনি বা আমি বাঁচি আর না বাঁচি, দেশ বাঁচবে এবং এগিয়ে যাবে।’’

বিজেপিকে বিঁধে আবদুল্লা আরও বলেছেন, ‘‘ওঁরা দেশে আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছেন। কোনও যুদ্ধ হবে না। গোটা দুনিয়া দেখছে। এই সরকার ভোটে জেতার জন্য কয়েকজন শীর্ষ আধিকারিকদের ব্যবহার করছে…।’’

অন্যদিকে, কাশ্মীর ইস্যুতে ফারুখ আবদুল্লা বলেছেন, ‘‘ওরা(নয়াদিল্লি) কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিক স্তরে নিয়ে গিয়েছে। কাশ্মীর নিয়ে বহু দেশ এখন ভারক-পাক আলোচনার পক্ষে সওয়াল করছে।’’ আলোচনা ছাড়া এ সমস্যা মেটার আর কোনও রাস্তা নেই বলে মন্তব্য করেছেন আবদুল্লা।

আরও পড়ুন, এয়ার স্ট্রাইকে ২৫০ জনেরও বেশি জঙ্গি নিহত: অমিত শাহ

জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোট বিলম্ব করা নিয়েও এদিন মুখ খুলেছেন এনসি নেতা। তিনি বলেছেন, ‘‘আমার ধারণা, এ বিষয়ে তাঁদের মাথায় কোনও দুর্বুদ্ধি রয়েছে। আঅমি বুঝতে পারছি না, পঞ্চায়েত, পুরসভার ভোটে হাজার হাজার মানুষ অংশ নিয়েছিল। কী এমন ঝুঁকি রয়েছে এখন, যেখানে এত সংখ্যক বাহিনী রয়েছে। রাজ্যের প্রতিটি কোণায় কোণায় বাহিনী রয়েছে।’’ আবদুল্লা আরও বলেছেন, ‘‘তাহলে তো লোকসভা ভোটও করা উচিত নয়। নিজেরাই পরষ্পরবিরোধী মন্তব্য করছেন। এটা দুর্ভাগ্যজনক যে, নির্বাচন কমিশন সরকারের নিয়ন্ত্রণাধীনে চলে গিয়েছে। রাজনৈতিক নির্বাচন কমিশন হয়ে দাঁড়িয়েছে। আশা করছি নতুন সরকার এলে, স্বাধীন ভাবে কাজ করতে পারবে কমিশন।’’

প্রাক নির্বাচনী জোটে কংগ্রেসের সঙ্গে কি হাত মেলাচ্ছে এনসি। জবাবে ফারুখ বলেছেন, ‘‘এ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। দেখা যাক কী হয়।’’

Read the full story in English

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Farooq abdullah targets pm modi on air strike nc bjp loksabha election 2019