জম্মু-কাশ্মীরে বড়সড় ধাক্কার মুখে ইন্ডিয়া জোট। আসন ভাগাভাগি নিয়ে আলোচনার মধ্যেই ন্যাশনাল কনফারেন্সের প্রধান ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ বলেছেন, তার দল এককভাবে আসন্ন লোকসভা নির্বাচনে লড়বে।
ফারুক আবদুল্লাহ বলেন, 'আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই, ন্যাশনাল কনফারেন্স নিজস্ব শক্তিতে নির্বাচনে লড়বে। এই সম্পর্কে কোন সন্দেহ নেই'।
জম্মু ও কাশ্মীরের নির্বাচন নিয়েও বিবৃতি
জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, 'আমি মনে করি বিধানসভা ও লোকসভা নির্বাচন একই সঙ্গে হবে'।
ফারুক আবদুল্লাহকে নিয়ে কংগ্রেসের বক্তব্য
ফারুক আবদুল্লাহর বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেছেন, "বিভিন্ন দলের আলাদা আলাদা বাধ্যবাধকতা রয়েছে। আমি নিশ্চিত যে ন্যাশনাল কনফারেন্স, পিডিপি সর্বভারতীয় জোটের অংশ ছিল। ভবিষ্যতেও তাই থাকবে।
এর আগেও জোটে আসন ভাগাভাগি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ফারুক আবদুল্লাহ। তিনি বলেছিলেন যে আসন বণ্টন সমস্যাগুলি দ্রুত সমাধান না হলে অনেক দল একে অপরের থেকে দূরে সরে যাবে। এখন তিনি একাই নির্বাচনে লড়বেন বলে জানিয়েছেন।
জম্মু ও কাশ্মীরে জোটে প্রধানত কংগ্রেস, মেহবুবা মুফতির পিডিপি, ন্যাশনাল কনফারেন্স এবং বাম দল রয়েছে। তবে দলগুলির মধ্যে আসন সমঝোতা নিয়ে কোন আলোচনা হয়নি। জম্মু ও কাশ্মীরে লোকসভার পাঁচটি আসন রয়েছে। এর মধ্যে তিনটি আসন ন্যাশনাল কনফারেন্সের দখলে এবং দুটি আসন বিজেপির দখলে।