Advertisment

হ্যাটট্রিকের লক্ষ্যে কী হবে বিজেপির কৌশল? স্বাধীনতা দিবসেই খোলসা করলেন মোদী

স্বাধীনতা দিবসের ভাষণে বিরোধীদের কড়া নিশানা প্রধীনমন্ত্রীর।

author-image
IE Bangla Web Desk
New Update
Fight against corruption nepotism appeasement PM Narendra Modi frames 2024 battle , হ্যাটট্রিকের লক্ষ্যে কী হবে বিজেপির কৌশল? স্বাধীনতা দিবসেই খোলসা করলেন মোদী

রাহুল গান্ধী, নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়।

দ্বিতীয় মেয়াদের শেষ দফার স্বাধীনতা দিবসের ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। তৈরি করে দিলেন চব্বিশের লোকসভা ভোটের প্রেক্ষাপট। ২০৪৭ সালের মধ্যে ভারত'কে বিশ্বমঞ্চে উন্নয়ত দেশে উন্নীত করতে মরিয়া মোদী। এ জন্য 'সত্য, স্বচ্ছতা এবং নিরপেক্ষতা'য় জোর দিয়েছেন তিনি। বিরোধীদের বিঁধে প্রধানমন্ত্রীর সাফ দাবি, 'দুর্নীতি, পরিবারতন্ত্র, এবং তুষ্টিকরণ' লক্ষ্যপূরণের পথে বড় বাধা।

Advertisment

প্রধানমন্ত্রী মোদীর দাবি, ২০১৪ সালে দেশবাসী বিজেপিকে ক্ষমতায় এনেছিল, পরের পাঁচ বছরের কর্মক্ষমতা গেরুয়া শিবিরকে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় ফিরিয়েছে। পরবর্তী পাঁচ বছর অভূতপূর্ব উন্নয়নের দিকে মনোনিবেশ করছে কেন্দ্রীয় সরকার। স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী মোদী একাধিকবার নিজের সরকারের 'কৃতিত্ব' জাহির করেছেন। প্রত্যয়ী মোদী এ দিন দাবি করেছেন যে, আগামী বছরও লালকেল্লায় স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করতে আসবেন তিনিই। অর্থাৎ, ২০২৪ সালের নির্বাচনেও যে ভারতবাসী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকেই ক্ষময়ার ফেরাবে তা স্পষ্ট করে দিয়েছেন নমো।

আরও পড়ুন- চব্বিশেও গেরুয়া ঝড়! দৃপ্ত কণ্ঠে কী বললেন নমো?

মঙ্গলবার মোদী বলেছেন, 'দুর্নীতি, পরিবারতন্ত্র এবং তুষ্টিকরণের রাজনীতি- এই তিনটি অসুখের বিরুদ্ধে লড়াই করা এখন সময়ের দাবি। আমাদের দেশের মূল সমস্যা হল দুর্নীতি, যা দেশকে ফাঁপা করে দিচ্ছে। সব প্রক্রিয়াকে থমকে দিচ্ছে। পরিবারতন্ত্র মানুষের অধিকার কেড়ে নিয়েছে। তুষ্টিকরণ সমাজে অভিসাপের মতো। এর বিরুদ্ধে আমদের লড়াই জারি থাকবে। সহজ কথায়, মোদীর যুক্তি- দুর্নীতি উন্নয়নের অন্তরায়, স্বজনপ্রীতি প্রতিভার শত্রু এবং তুষ্টি সামাজিক ন্যায়বিচারকে ধ্বংস করে।

প্রধানমন্ত্রীর বার্তা, 'দুর্নীতির বিরুদ্ধে ঘৃণার পরিবেশ তৈরি করতে হবে। আমাদের মনে যেমন ঘৃণার নোংরামি তৈরি হয়, আমাদের জনজীবনে দুর্নীতির চেয়ে নোংরা আর কিছু হতে পারে না।'

আরও পড়ুন- কীভাবে স্বাভাবিক হবে মণিপুর? লালকেল্লা থেকে বাতলালেন প্রধানমন্ত্রী মোদী

স্বজনপ্রীতির কথা বলতে গিয়ে বিরোধীদের আক্রমণ করছেন মোদী। বলেছেন, 'আমাদের গণতন্ত্রে এমন একটি বিকৃতি তৈরি হয়েছে যা কখনওই দেশকে শক্তিশালী করতে পারে না। কী সেই রোগ? পরিবারতান্ত্রিক দল। তাদের মন্ত্র কী? পরিবারের পক্ষ, পরিবারের দ্বারা এবং পরিবারের জন্য। এটাই তাদের জীবন মন্ত্র। স্বজনপ্রীতি প্রতিভার শত্রু। যা যোগ্যতাকে আমল দেয় না এবং যাদের যোগ্যতা রয়েছে তাদের প্রত্যাখ্যান করে। তাই গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য স্বজনপ্রীতি থেকে মুক্ত হওয়া একান্তই প্রয়োজন।'

মোদীর বার্তা, 'স্বপ্ন অনেক, সংকল্প পরিষ্কার, নীতিও স্পষ্ট। ফলে এখন লক্ষ্যপূরণের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। আমি লালকেল্লায় এসেছি আপনাদের আশীর্বাদ চাইতে। ২০৪৭ সালে যখন আমাদের দেশ স্বাধীনতার ১০০ বছর উদযাপন করবে, তখন ভারত একটি উন্নত জাতিতে পরিণত হবে। সেই জন্য স্বচ্ছতা এবং নিরপেক্ষতায় জোর দিতে হবে। প্রতিষ্ঠান, নাগরিক এবং পরিবারের মধ্যে দিয়ে সামাজিকভাবে দায়বদ্ধতা গড়ে তুলতে হবে।'

আরও পড়ুন- লালকেল্লা থেকে সুপ্রিম কোর্টের প্রশংসা, হাত জোড় করে মোদীকে ধন্যবাদ CJI চন্দ্রচূড়ের

অর্থাৎ আগামী বছর লোকসভায় বিরোধীদের মোকাবিলায় দুর্নীতি, পরিবারতন্ত্র ও তুষ্টিকরণের রাজনীতিকেই প্রচারের তুলে ধরবে বিজেপি তা স্পষ্ট।

independence day 2023 CONGRESS opposition india alliance modi bjp tmc
Advertisment