Advertisment

Bharat Jodo Nyay Yatra: রাহুলের বিরুদ্ধে বিরাট অভিযোগে FIR, রাম মন্দির উদ্বোধনের আগেই বিপাকে কংগ্রেস নেতা

বিজেপি রাজ্যেই ফের বিপাকে কংগ্রেস নেতা।

author-image
IE Bangla Web Desk
New Update
Bharat Jodo Nyay Yatra, assam, indian express

কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভারত জোড়া ন্যায় যাত্রার সময়, যোরহাটে, বৃহস্পতিবার, জানুয়ারী 18, 2024। (পিটিআই ছবি)

বিপাকে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। অসমে এই যাত্রা চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। মণিপুর থেকে এই যাত্রা শুরু করেছিলেন রাহুল গান্ধী।

Advertisment

অসম পুলিশ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়া ন্যায় যাত্রার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছে। এক শীর্ষ আধিকারিকের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে। পুলিশ আধিকারিক জানিয়েছেন, যাত্রার রুট পরিবর্তনের কারণে, রাজ্যের জোরহাট শহরে একটি এফআইআর দায়ের করা হয়েছে। অনুমতি অনুযায়ী যাত্রাটি কেবি রোডের দিকে যাওয়ার কথা ছিল। পরিবর্তে যাত্রাটি শহরের ভিন্ন পথে নিয়ে যাওয়া হয়। এতে এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। হঠাৎ লোকজনের ভিড়ের কারণে কিছু লোক পড়ে যায় এবং পদপৃষ্ট হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়।

এফআইআর নিয়ে হিমন্ত শর্মা সরকারকে আক্রমণ করেছে কংগ্রেস। বিরোধী নেতা দেবব্রত সাইকিয়া পিটিআইকে বলেছেন যে এফআইআর-এর মাধ্যমে যাত্রাকে বিলম্বিত করার একটি চক্রান্ত। এর আগে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও এই রুট সম্পর্কে সতর্ক করেছিলেন। তিনি বলেন, “আমরা বলেছি শহরের ভিতর যাত্রা যেতে হবে না। একটি মেডিকেল কলেজ ও নার্সিং হোম আছে। বিকল্প পথে যাত্রার অনুমতি দেওয়া হবে, তবে শহরের ভিতর থেকে যাত্রা যাওয়ার চেষ্টা করলে আমরা পুলিশ ব্যবস্থা নেবে"।

বিজেপির মেগা প্ল্যান: < Lok Sabha Election 2024: রাম মন্দিরের পর বিজেপির মেগা প্ল্যানিং, স্ট্র্যাটেজি বদলে সহজ জয় পেতে মরিয়া মোদী >

নাগাল্যান্ডের পর অসমে পৌঁছল ভারত জোড় ন্যায় যাত্রা। এই সময়, প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী শিবসাগর জেলায় দাবি করেছিলেন যে এই রাজ্যে সম্ভবত দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার এবং সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী (হিমন্ত বিশ্ব শর্মা) রয়েছেন। সোশ্যাল মিডিয়া এক্স-এ রাহুল গান্ধী লিখেছেন, "অসমে পৌঁছানোর পরে, আমি মণিপুর এবং নাগাল্যান্ডের মানুষের কাছ থেকে যতটা ভালবাসা পেয়েছি তা ভাষায় প্রকাশ করা কঠিন। আমাদের লক্ষ্য হল আপনার কষ্ট, আপনার সমস্যা এবং আপনার প্রতি ঘটছে ভয়ানক অবিচারকে ন্যায় বিচার দেওয়া'। তিনি বলেন, “অসমের মুখ্যমন্ত্রী ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী"।

rahul gandhi bharat jodo nyay yatra
Advertisment