Advertisment

কংগ্রেস নেতা দিগ্বীজয় সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের

কংগ্রেস নেতা দিগ্বীজয়-সহ ১২ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মধ্য়প্রদেশ পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
ইসলামাবাদে 'গ্রেফতারে'র পর মুক্ত ভারতীয় দূতাবাসের কর্মী-'ভারত-নেপালের বন্ধন রুটি-বেটির মতো'-রাহুলের মুখে আইনস্টাইনের উক্তি-দিগ্বীজয়ের বিরুদ্ধে এফআইআর

ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

কংগ্রেসের বর্ষীয়ান নেতা দিগ্বীজয় সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের ঘিরে সরগরম মধ্য়প্রদেশ রাজনীতি। সে রাজ্য়ের মুখ্য়মন্ত্রী শিবরাজ সিং চৌহ্বানের একটি পুরনো বক্তৃতার ভিডিও এডিট করে ছড়ানোর অভিযোগে কংগ্রেস নেতা দিগ্বীজয়-সহ ১২ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মধ্য়প্রদেশ পুলিশ। কমল নাথ সরকারের আমলে মদ নীতি নিয়ে চৌহ্বানের একটি পুরনো বক্তৃতা এডিট করে তা ছড়ানো হয়েছে বলে অভিযোগ।

Advertisment

এফআইআর দায়ের নিয়ে তাঁর কোনও আপত্তি নেই বলে জানিয়েছেন দিগ্বীজয়। তবে ভিডিওটি কে এডিট করল, তা যাতে তদন্ত করে পুলিশ, সে ব্য়াপারে সরব হয়েছেন কংগ্রেস নেতা। জানা যাচ্ছে, রবিবার রাতে, ওই ভিডিও ঘিরে দিগ্বীজয়ের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবিতে পুলিশে অভিযোগ জানায় শাসকদল বিজেপি।

আরও পড়ুন: চিন-পাকিস্তানের জমি নয়, আমরা শুধু শান্তি চাই: নীতিন গড়কড়ি

এ প্রসঙ্গে সংবাদসংস্থা পিটিআই-কে অতিরিক্ত পুলিশ সুপার নিশ্চল ঝারিয়া জানিয়েছেন, ''অভিযোগের ভিত্তিতে দিগ্বীজয় সিং, অবিনাশ কাবড়ে-সহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৫০০, ৫০১, ৫০৫ (২), ৪৬৫ ধারায় মামলা রুজু করা হয়েছে''। এ ঘটনায় তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: ‘ভারত-নেপালের মধ্যে রুটি-বেটির বন্ধন, কেউ ভাঙতে পারবে না’

এ ঘটনায় বিজেপিকে দুষে দিগ্বীজয় সিং বলেছেন, ''চৌহ্বানকে চিঠি দিয়ে জানিয়েছিলাম যে তাঁর কেন্দ্রে আদিবাসীদের সঙ্গে ৪৫০ কোটি টাকার জালিয়াতি করেছেন তাঁর এজেন্টরা। এরপর থেকেই বিজেপি বিচলিত হয়ে পড়ে। চৌহ্বানের আমলে সে সময় কোনও পদক্ষেপ করা হয় না। আমি লিখেছিলাম, যদি পদক্ষেপ না করা হয়, তাহলে মুখ্য়মন্ত্রীর বাসভবনের সামনে ধর্নায় বসব''। আদিবাসীদের সঙ্গে যাঁরা জালিয়াতি করেছেন, তাঁদের বিরুদ্ধে এফআইআরের দাবি জানিয়েছেন তিনি।

মধ্য়প্রদেশের প্রাক্তন মুখ্য়মন্ত্রী তথা কংগ্রেস নেতা কমল নাথ বলেছেন, ''রাজ্য়ে কংগ্রেস নেতাদের উপর নিপীড়ন চালিয়ে বিজেপি সরকার লাগাতার বিদ্বেষমূলক আচরণ করছে''।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp CONGRESS
Advertisment