scorecardresearch

মুখ্যমন্ত্রীকে তেড়েফুঁড়ে আক্রমণ! মোদীর অত্যন্ত কাছের মন্ত্রীর বিরুদ্ধে FIR

মুখ্যমন্ত্রীকে নজিরবিহীন আক্রমণের জেরে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধেই এফআইআর দায়ের পুলিশের।

FIR against Gajendra Shekhawat for remark against Ashok Gehlot
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

মুখ্যমন্ত্রীকে নজিরবিহীন আক্রমণের জেরে এবার খোদ কেন্দ্রীয় মন্ত্রী বিরুদ্ধেই এফআইআর দায়ের করল পুলিশ। এফআইআর দায়ের করা হয়েছে কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের বিরুদ্ধে। রাজস্থানের চিতোরগড়ে বিজেপির একটি সমাবেশে মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে ‘রাজনীতির রাবণ’ বলে কটাক্ষ করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর সেই মন্তব্যের জেরেই চিতোরগড় জেলা পুলিশ ওই এফআইআর দায়ের করেছে।

রাজস্থানের মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা অশোক গেহলটকে বিঁধে করা মন্তব্যের জেরে এবার কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধেই এফআইআর দায়ের মরুরাজ্যে। রাজস্থান হেরিটেজ প্রোটেকশন অ্যান্ড প্রমোশন অথরিটির চেয়ারম্যান তথা কংগ্রেস নেতা সুরেন্দ্র সিং জাদাওয়াতের একটি অভিযোগের ভিত্তিতেই ওই এফআইআরটি নথিভুক্ত করা হয়েছে। জাদাওয়াত এফআইআর-এ জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে গেহলটের একজন অনুগামী। তাঁর গান্ধীবাদী আদর্শ দ্বারা তিনি প্রভাবিতও হয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের মন্তব্যে তিনি মানসিকভাবে আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন।

এফআইআর-এ উল্লেখ, “গজেন্দ্র সিং রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে রাজনীতির রাবণ বলে সম্বোধন করে তাঁর খ্যাতি নষ্ট করার উদ্দেশ্যে অপমান করে অপরাধ করেছেন। গেহলট তৃতীয়বারের জন্য রাজস্থানের মুখ্যমন্ত্রী হয়েছেন। গোটা দেশে একজন মুখ্যমন্ত্রী হিসেবে গেহলটের সম্মান সবচেয়ে বেশি।”

আরও পড়ুন- বাবার সঙ্গে দেখা করতে চেয়েছিল মেয়ে, সুকন্যাকে তিহাড়েই পাঠাল আদালত

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল রাজস্থানের চিতোরগড়ে জন আক্রোশ সমাবেশে শেখাওয়াত বলেছিলেন, “আপনারা যদি রাজনীতির এই রাবণ অশোক গেহলটকে শেষ করতে চান তাহলে আপনাদের উভয় হাত বাড়ান। রাজস্থানে রাম রাজ্য প্রতিষ্ঠা করতে, ভারত মাতা কি জয় বলুন।”কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এফআইআর-এ আরও উল্লেখ, “২৭ এপ্রিল ভারতীয় জনতা পার্টি চিতোরগড়ের সুভাষ চক পুরানো বাসস্ট্যান্ডে একটি পাবলিক প্লেসে সভা করেছিল। যেখানে বিপুল সংখ্যক লোক জড়ো হয়েছিল। সভায় অভিযুক্ত গজেন্দ্র সিং প্রধান মঞ্চ থেকে ভাষণে সমাজে ধর্মীয় বিভেদ সৃষ্টি করে মানুষকে উসকানি দেওয়ার গুরুতর অপরাধ করেছেন। উপস্থিত অন্যান্য নেতাদের তাতে সমর্থনও ছিল।”

আরও পড়ুন- একটানা জেলবন্দি পার্থ, নাগরিক পরিষেবা মসৃণ রাখতে বেহালা পশ্চিমে ফের ভোট?

রাজস্থানের রাজনীতিতে গজেন্দ্র সিং শেখাওয়াত এবং অশোক গেহলটের বাকযুদ্ধ বেশ পুরনো। গত কয়েক সপ্তাহ ধরে, উভয়ের মধ্যে বিদ্বেষ আরও বাড়ছিল। কারণ, সম্প্রতি গেহলট ক্রমাগত শেখাওয়াতকে আক্রমণ করেছিলেন। মুখ্যমন্ত্রী তাঁর বিরুদ্ধে সঞ্জীবনী ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ এনেছিলেন। যদিও বর্ষীয়ান কংগ্রেস নেতার তোলা সেই অভিযোগ অস্বীকার করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী।

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Fir against gajendra shekhawat for remark against ashok gehlot