রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রাকে কেন্দ্র করে অসমে ধুন্ধমার। 'হিংসা' ছড়ানোর অভিযোগে এমন পুলিসের ওপর 'হামলার' অভিযোগে রাহুল সহ একাধিক কংগ্রেস নেতাদের বিরুদ্ধে FIR দায়ের করেছে পুলিস। মঙ্গলবার গুয়াহাটিতে দলীয় কর্মী ও পুলিসের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। পরে কংগ্রেস নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিস।
কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা চলাকালীন রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অসম পুলিশ মঙ্গলবার প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, কানহাইয়া কুমার, কেসি ভেনুগোপাল এবং অন্যান্য দলের নেতাদের বিরুদ্ধে হিংসা ছড়ানো ও পুলিস কর্মীদের ওপর হামলার অভিযোগে স্বতঃপ্রণোদিত হয়ে এফআইআর দায়ের করেছে।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাহুল গান্ধীর নেতৃত্বে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ গুয়াহাটিতে ঢোকার চেষ্টা করার সময় দলীয় সমর্থকরা এবং নেতারা ব্যারিকেড ভেঙ্গে এবং পুলিসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন'। গুয়াহাটির পুলিশ কমিশনার দিগন্ত বোরা জানিয়েছেন, সংঘর্ষে চার পুলিশ কর্মী আহত হয়েছেন।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখেছেন, তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 120 (বি) 143/147/188/283/353/332/333/427 ধারায় রাহুল সহ অন্যান্য কংগ্রেস নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর আগে হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের পুলিশের ডিজিকে ব্যারিকেড ভাঙা ও সেই সঙ্গে পুলিস কর্মীদের ওপর হামলার অভিযোগে রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছিলেন।
এদিকে অসমে দায়ের করা এফআইআর নিয়ে গুয়াহাটিতে এক সভায় বক্তব্য রাখার সময় রাহুল বলেন, 'ওরা আমার বিরুদ্ধে মামলা করছে। যাত্রা থামানোর চেষ্টা করছে। মানুষের সক্রিয় অংশ গ্রহণের কারণে হিমন্ত বিশ্ব শর্মা ভয় পেয়ে গিয়েছেন। এই এফআইআর তারই বহিঃপ্রকাশ। জনগণ তাদের বিরুদ্ধে ন্যায় যাত্রার পাশে দাঁড়িয়ে আছে।' এদিকে এই বিষয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে "কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে হিংসা ছড়ানো, উস্কানি দেওয়া, সম্পত্তি নষ্ট এবং পুলিশ কর্মীদের উপর হামলার অপ্রীতিকর কার্যকলাপের জন্য পুলিশ একটি এফআইআর দায়ের করেছে।"