Advertisment

'মানুষ ওদের অপমানের জবাব দিল'- কলকাতার ফলাফলে বললেন ফিরহাদ হাকিম

বিধানসভার বিচারেও পিছিয়ে বিজেপি। খাতা খোলার পথে বাম, কংগ্রেস ও নির্দলরা। ফলাফল ঘিরে উজ্জীবিত তৃণমূল।

author-image
IE Bangla Web Desk
New Update
Mayor Firhad Hakim fixed many plan for the development of kolkata

ফিরহাদ হাকিম

চলছে কলকাতা পুরসভা ভোটের গণনা। বেশ কয়েকটি ওয়ার্ডে জয়ী তৃণমূল। এগিয়ে থাকার নিরিখে সেঞ্চুরি পার করে ক্রমশ এগোচ্ছে তৃ়ণমূল। বিধানসভার বিচারেও পিছিয়ে বিজেপি। খাতা খোলার পথে বাম, কংগ্রেস ও নির্দলরা। ফলাফল ঘিরে উজ্জীবিত তৃণমূল।

Advertisment

এই প্রেক্ষাপটে ফিরহাদ হাকিম বলেছেন, 'বিরোধীরা পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে মানুষের রায়কেই অপমান করেছেন। বিরোধীদের মানুষের কাছে যেতে হবে। তার বদলে তারা সন্ত্রাস-সন্ত্রাস বলে মানুষকে অপমান করছেন। কারণ, কলকাতা পুরভোটে প্রচুর মানুষ ভোট দিয়েছেন। বিরোধীরা মানুষের থেকে বিচ্ছিন্ন। তাই তাঁরা ভোট হয়নির মতো অভিযোগ তুলে জনাদেশকেই অগ্রাহ্য করার চেষ্টা করছেন।'

আরও পড়ুন- KMC Election Results 2021 Live Updates: কলকাতায় বিপুল জয়ের পথে তৃণমূল, লিডের নিরিখে বিজেপিকে ছাপিয়ে গেল বামেরা

তৃণমূল প্রার্থী ফিরহাদের দাবি, 'অতীতে আমরাও হেরেছি। কিন্তু মানুষের রায়কে মাথা পেতে নিয়েছি। হ্যাঁ, সায়েন্টিফিক রিগিং, ইভিএম এর মতো কিছু বিষয়ে আমরা আপত্তি জানিয়েছি। কখনও জিতেছি, কখনও হেরেছি কিন্তু মানুষের রায় সব সময় মাথা পেতে মেনে নিয়েছি।'

তৃণমূল ১৪৪টির মধ্যে ১৩০-র বেশি আসন পাবে বলে আত্মবিশ্বাসী কলকাতার প্রাক্তন মেয়র।

বিপুল গয়ের পথে তৃণমূল। তবে, কর্মীদের বিজয় উৎসব পালন না করার বার্তা দিয়েছেন তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

KMC Poll 2021 Firhad Hakim kolkata
Advertisment