Advertisment

প্রথমবারের বিধায়ককে রাজস্থানে কেন মুখ্যমন্ত্রী বাছল বিজেপি, কে এই ভজনলাল শর্মা?

দিয়া কুমারি ও ড. প্রেমচাঁদ বৈরওয়া উপমুখ্যমন্ত্রী হবেন। আর, বাসুদেব দেবনানি বিধানসভার স্পিকার হবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Bhajanlal Sharma

বসুন্ধরা রাজে শর্মার নাম প্রস্তাব করেছিলেন। যা দলীয় বিধায়করা গ্রহণ করেছেন। (ফেসবুক/ভজনলাল শর্মা)

মঙ্গলবার ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ভজনলাল শর্মাকে মনোনীত করেছে। বিদ্যাধর নগরের বিধায়ক দিয়া কুমারি এবং দুদুর বিধায়ক ড. প্রেমচাঁদ বৈরওয়া উপমুখ্যমন্ত্রী হবেন। আর আজমেঢ় উত্তরের বিধায়ক বাসুদেব দেবনানি বিধানসভার স্পিকার হবেন। দিয়া কুমারী সর্বাধিক ৭১,৩৬৮ ভোটের ব্যবধানে এবারের বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন। বৈরওয়া ৩৫,৭৪৩ ভোটে কংগ্রেসের বাবুলাল নগরকে পরাজিত করেছেন। বিজেপির বিধায়ক দলের বৈঠকের পর- শর্মা, কুমারি, বৈরওয়া, প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবার রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্রের সঙ্গে দেখা করতে রাজভবনে পৌঁছন।

Advertisment

অশোক গেহলটের নেতৃত্বাধীন ক্ষমতাসীন কংগ্রেসকে হটিয়ে এবার রাজস্থান বিধানসভা নির্বাচনে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি। সেই জয়ের নয় দিন পরে বিজেপি রাজস্থানে তাদের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করল। শর্মার নিয়োগ রাজস্থানে ২৫ বছরের পুরোনো এক প্রবণতার অবসান ঘটাল। কারণ, এতদিন মরুরাজ্য গেহলট, বসুন্ধরাদের মত প্রবীণ নেতাদেরই রাজ্য শাসন করতে দেখেছে। রাজনাথ সিংয়ের নেতৃত্বে দলের তিনজন কেন্দ্রীয় পর্যবেক্ষকের উপস্থিতিতে জয়পুর কার্যালয়ে মঙ্গলবার বিজেপির বিধানসভা দল বৈঠক করে। সেই বৈঠকেই শর্মাকে মুখ্যমন্ত্রী মনোনীত করা হয়। উপস্থিত অন্য দুই পর্যবেক্ষক হলেন বিনোদ তাওড়ে ও সরোজ পাণ্ডে। বৈঠকে, রাজনাথের পাশে বসেই বসুন্ধরা রাজে মুখ্যমন্ত্রী পদে শর্মার নাম প্রস্তাব করেন। যা দলীয় বিধায়করা গ্রহণ করেন।

বৈঠকের পর কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সাংবাদিকদের বলেন যে বিজেপি বিধায়ক দলের নেতা হিসেবে শর্মার নাম, 'সমস্ত বিধায়ক সর্বসম্মতভাবে গ্রহণ করেছেন। আমি আত্মবিশ্বাসী যে ভজনলাল শর্মার নেতৃত্বে রাজস্থানে দ্রুত উন্নতি হবে। সমস্ত কর্মীরা তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।' ৫৬ বছর বয়সি ভজনলাল শর্মা, জয়পুরের সাঙ্গানার বিধানসভা থেকে প্রথমবারের মত বিধায়ক হয়েছেন। তিনি কংগ্রেসের পুষ্পেন্দ্র ভরদ্বাজকে ৪৮,০৮১ ভোটে পরাজিত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দলের সভাপতি জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং ও অন্যান্যদের ধন্যবাদ জানিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা তাঁর সংক্ষিপ্ত মন্তব্যে বলেন, 'আমি আশ্বস্ত করতে চাই যে আমাদের সমস্ত বিধায়ক-সহ রাজস্থানে দল (বিজেপি) প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে এরাজ্যের সর্বাঙ্গীণ উন্নতি ঘটাবে।'

শর্মা রাজস্থান বিজেপির চারবার সাধারণ সম্পাদক নিযুক্ত হয়েছেন। তিনি রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতিতে এমএ করেছেন। তাঁর বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা নথিভুক্ত আছে। শর্মার সম্পত্তির পরিমাণ ১.৪ কোটি টাকা। ব্রাহ্মণদের মধ্যে শর্মাই একমাত্র নেতা, যাঁকে বিজেপি সদ্য জেতা এক রাজ্যের মুখ্যমন্ত্রী করল। গেরুয়া শিবির উপজাতি নেতা বিষ্ণুদেও সাইকে (৫৯) ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ও ওবিসি মোহন যাদবকে (৫৮) মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে। এর পাশাপাশি জাতিগত সমীকরণের ভারসাম্য বজায় রেখে রাজস্থানে শর্মার মত একজন ব্রাহ্মণকে যখন মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে। তেমনই দিয়া কুমারীর মত একজন রাজপুত এবং পূর্ববর্তী জয়পুর রাজপরিবারের সদস্য, বৈরওয়ার মত একজন দলিতকে বেছে নেওয়া হয়েছে উপমুখ্যমন্ত্রী হিসেবে। সিন্ধি সম্প্রদায়ের বাসুদেব দেবনানিকে বেছে নেওয়া হয়েছে স্পিকার হিসেবে। বসুন্ধরা রাজের শেষ মেয়াদে দেবনানি শিক্ষামন্ত্রী ছিলেন।

আরও পড়ুন- শিকে ছিঁড়ল না বসুন্ধরার, বামুনের হাত ধরেই রাজস্থানে ইতিহাস বিজেপির

এবারের রাজস্থান বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপি কাউকে মুখ্যমন্ত্রী পদে প্রজেক্ট করেনি। তবে, রাজে এবং কেন্দ্রীয় মন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল, গজেন্দ্র সিং শেখাওয়াত ও অশ্বিনী বৈষ্ণব মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন। এবার রাজস্থান বিধানসভা নির্বাচনে ১৯৯টি পদে নির্বাচন হয়। তার মধ্যে ১১৫টি আসন পেয়েছে বিজেপি। একজন প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনে ভোটগ্রহণ স্থগিত ছিল।

rajnath singh rajasthan bjp CM Election
Advertisment