Advertisment

মৃত্যু হলেও পাওয়ারগ্রিড হতে দেব না, ভাঙড়ে জয়ের পর বললেন নির্দল প্রার্থী

ভাঙড় ২ নম্বর ব্লকের পোলেরহাট ২ গ্রামপঞ্চায়েতের নির্বাচনে জমি, জীবিকা, পরিবেশ ও বাস্তুতন্ত্র কমিটির পাঁচ প্রার্থী জয়ী হয়েছেন। এঁরা সকলেই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন হোয়াটসঅ্যাপের মাধ্য়মে। 

author-image
IE Bangla Web Desk
New Update
ballot bhangarPP-14-BHANGAR 05-001

ভাঙড়ে জয়ী পাঁচ নির্দল প্রার্থী (ফাইল ফোটো- পার্থ পাল)

জয়প্রকাশ দাস

Advertisment

‘‘মৃত্যু হলেও কোনও ভাবেই ভাঙড়ে পাওয়ার গ্রিড হতে দেব না।’’ আরাবুলশাসিত ভাঙড়ের বুকে জয় পেয়েছেন নির্দলের হয়ে দাঁড়ানো সালেয়ারা বিবি। খামারহাটি গ্রামপঞ্চায়েত থেকে জিতেছেন পাওয়ারগ্রিড বিরোধী আন্দোলনের এই আঞ্চলিক নেত্রী। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘‘আমাদের এই জয় প্রমাণ করছে এখানকার মানুষ পাওয়ার গ্রিড চাইছে না। ওটা হলে যে ক্ষতি হবে তা বিজ্ঞানীরা বলে গিয়েছেন। এর ফলে আরও আন্দোলন বাড়বে।’’

ভাঙড় ২ নম্বর ব্লকের পোলেরহাট ২ গ্রামপঞ্চায়েতের নির্বাচনে জমি, জীবিকা, পরিবেশ ও বাস্তুতন্ত্র কমিটির পাঁচ প্রার্থী জয়ী হয়েছেন। এঁরা সকলেই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন হোয়াটসঅ্যাপের মাধ্য়মে।

পাওয়ার গ্রিড সরিয়ে নেওয়ার দাবিতে বারে বারে উত্তপ্ত হয়েছে ভাঙড়। প্রাণ হারিয়েছেন তিনজন গ্রামবাসী। এবার পঞ্চায়েত নির্বাচনে তাঁদের পাঁচ প্রার্থী জয়ী হওয়ায় পাওয়ার গ্রিড বন্ধ করার দাবি আরও জোরদার করতে চলেছে আন্দোলনকারীরা।

অন্য দিকে সিপিআইএমএল রেড স্টারের নেতা অলীক চক্রবর্তীর দাবি, ‘‘সন্ত্রাস না হলে আমরা ৮টি গ্রাম পঞ্চায়েত ও ১টি পঞ্চায়েত সমিতির আসনেও জয় পেতাম।’’

পাওয়ারগ্রিড বিরোধী আন্দোলনের যে পাঁচজন প্রার্থী জয় পেয়েছেন, তাঁরা হলেন আজিজুল মোল্লা, সালেয়ারা বিবি, ইসরাফিল মোল্লা, জাহানারা বিবি ও মহম্মদ ফরিউদ্দিন মোল্লা।

Bhangar panchayat election
Advertisment