Advertisment

বিধিকে বুড়ো আঙুল, দুয়ারে সরকার ক্যাম্পে তৃণমূল প্রার্থীর সমর্থনে ফ্লেক্স, শোরগোল তুঙ্গে

সরকারি ক্যাম্পে কোনও দলের প্রার্থীর যাওয়া বা প্রচার চলবে না। বিধি জারি করে কমিশন। তা সত্ত্বেও...

author-image
IE Bangla Web Desk
New Update
Flex campaigning of tmc candidate in burdwan muni poll at duare sarkar camp

দুয়ারে সরকার ক্যাম্পে তৃণমূল প্রার্থীর সমর্থনে জ্বলজ্বল করছে ফেল্ক। ছবি- প্রদীপ চট্টোপাধ্যায়

রাজ্যে পুর ভোটের নির্ঘন্ট ঘোষনা হয়ে গিয়েছে।আগামী ২৭ ফেব্রুয়ারি হবে বর্ধমান সহ রাজ্যের ১০৮টি পুরসভার ভোট । তারই মধ্যেই চলছে রাজ্যে 'দুয়ারে সরকার' ক্যাম্প। কমিশনের নির্দেশ, ওইসব ক্যাম্পে রাজনৈতিক দলের কোনও প্রার্থী যেতে পারবেন না। এমনকী প্রার্থীর সমর্থনে কোনও ব্যানারও থাকবে না। কিন্তু, কমিশনের জারি করা বিধি লঙ্ঘনের ছবি ধরা পড়ল বর্ধমান শহরের নীলপুর জাগরণী ক্লাবের মাঠে অনুষ্ঠিত 'দুয়ারে সরকার' ক্যাম্পে। যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে।

Advertisment

ওই ক্যাম্পে চোখে পড়ছে তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে লাগানো ফ্লেক্স। যা নিয়ে প্রতিবাদে সরব হয়েছে বিরোধী শিবির। বিষয়টি নিয়ে সিপিএম নেতৃত্ব জেলা নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার তথা বর্ধমান উত্তর মহকুমা শাসকের কাছে নালিশ জানিয়েছে। তাদের অভিযোগ শাসক দল এই ভাবেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে। যদিও তৃণমূলের নেতারা বিরোধীদের আনা অভিযোগে আমল দিতে নারাজ।

বর্ধমান পৌরসভার ১২, ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা নীলপুর জাগরণী ক্লাবের মাঠে অনুষ্ঠিত 'দুয়ারে সরকার' ক্যাম্পে জমায়েত করছেন। সেখানেই দেখা যায়, বর্ধমান পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রাসবিহারী হালদারের সমর্থনে ফ্লেক্স।

আরও পড়ুন- রাজ্যের ব্যাঙ্কগুলিতে বাংলাতেও পরিষেবা চাই, হাইকোর্টে মামলা ‘বাংলাপক্ষ’র

যা দেখেই সরব হন ওই ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী দীপঙ্কর দে। তিনি বলেন, 'পৌর ভোট চলার সময়ে দুয়ারে সরকারের ক্যাম্প ও পাড়ায় সমাধান কর্মসূচি শুরু করা নিয়ে আপত্তি জানিয়ে রাজ্য নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিলেন বামফ্রন্ট। কিন্তু আপত্তি মানা হয় না। এদিন নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের প্রভাবিত করার জন্য বর্ধমানের নীলপুরে দুয়ারে সরকারের ক্যাম্পে শাসক দলের ১৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী রাসবিহারী হালদারের সমর্থনে প্রচার ফ্লেক্স ঝোলানো ছিল। রিটার্নিং অফিসারকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছি।'

ঘটনার প্রতিবাদ করেছেন গেরুয়া নেতৃত্বও। বঙ্গ বিজেপির তরফে রাজু বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্য নির্বাচন কমিশনের কাছে নালিশ করা হবে। থাঁর অভিযোগ, 'রাজ্য নির্বাচন কমিশনকে শাসক দলের প্রার্থীর বিধিভঙ্গের কথা জানিয়েও লাভ হবে না। কারণ কমিশন শাসকদলের কথায় চলে।'

এই ঘটনায় রিটার্নিং অফিসার তীর্থঙ্কর বিশ্বাস বলেছেন, 'আমার কাছে কেউ কোন লিখিত অভিযোগ করেনি। তবে ফোনে অভিযোগ পেয়েছি। অভিযোগ পেয়েই সেখানে লোক পাঠানো হয়েছে। যদি কোন বিধি ভঙ্গ হয়ে থাকে তাহলে তার ব্যবস্থা নেওয়া হবে।'

West Bengal burdwan tmc Duare Sarkar East Burdwan
Advertisment