জেডি(ইউ)-এর বায়না
সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের খারাপ ফলে জোরালো কণ্ঠস্বর ফিরে পেয়েছে 'ইন্ডিয়া' জোটের অন্য শরিকরা। অন্যতম শরিক জেডি(ইউ), দলের সুপ্রিমো এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে জোটের সম্ভাব্য প্রধানমন্ত্রীর মুখ হিসেবে তুলে ধরার দাবি জানিয়েছে। এব্যাপারে জেডি(ইউ)-এর দাবি, তাদেরকে প্রাধান্য দিতে হবে। শুধু দাবি তোলাই নয়, কয়েকদিন আগে এক অনুষ্ঠানে জেডি(ইউ) কর্মীরাও স্লোগানও দিয়েছেন, 'দেশ কা পিএম ক্যায়সা হো, নীতীশ কুমার জ্যায়সা হো।'
জেডি(ইউ) মুখপাত্রর সাফ কথা
জেডি(ইউ)-এর প্রধান সর্বভারতীয় মুখপাত্র কেসি ত্যাগী, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, 'আমরা আবারও বলব যে নীতীশ কুমারের মধ্যে প্রধানমন্ত্রীর সমস্ত গুণাবলী রয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে নীতীশ কুমারের উন্নয়নের ব্র্যান্ড এবং সমাজতান্ত্রিক রাজনীতি প্রাধান্য পাওয়া উচিত।'
ভোটের বাকি কয়েক মাস
আর মাত্র কয়েক মাস পরেই লোকসভা নির্বাচন। ২০২৪ সালের এই নির্বাচনে জন্যই জোট গঠন করেছে বিরোধী দলগুলো। যার মধ্যমণি কংগ্রেস। কিন্তু, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ছত্তিশগড় এবং রাজস্থানে পরাজয়ের পর জোটের শরিক দলগুলো নিজেদের দাবি আরও জোরালো করার চেষ্টা চালাচ্ছে।
মমতার পথেই নীতীশ
এর আগেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি খাড়গের ডাকা ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিচ্ছেন না। কারণ, তাঁকে বৈঠকের কথা জানানো হয়নি। সেজন্য তিনি আগে থেকে বৈঠকের সম্ভাব্য দিনে অন্য কর্মসূচি নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসব জানিয়েছেন, তখন সোমবারই তৃণমূল কংগ্রেস তার সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারত জোটের নেতৃত্ব দেওয়ার দাবি জোরদার করেছে। তৃণমূল বলেছে, একজন ব্যক্তি যিনি বিজেপিকে একাধিকবার পরাজিত করেছেন, যাঁর দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা আছে, জোটের নেত্রী হিসেবে তাঁকেই বেছে নেওয়া উচিত। এরপরই ইন্ডিয়ার বৈঠকে তৃণমূল সুপ্রিমোর অনুপস্থিতি নিয়ে জল্পনা জোরদার হয়। যা, মিটতে না-মিটতেই নীতীশ কুমার জানিয়ে দিলেন, তাঁরা ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেবেন না। কারণ, হিসেবে জেডি(ইউ) জানিয়েছে, মুখ্যমন্ত্রীর শরীর ভালো নেই।
আরও পড়ুন- মোদী ম্যাজিক নয়! দলীয় অসন্তোষেই ছত্তিশগড়ে চিৎপাত কংগ্রেস, ইঙ্গিত বিদায়ী উপমুখ্যমন্ত্রীর
লালুর অবস্থান
এই পরিস্থিতি বুধবার ইন্ডিয়া জোটের বৈঠক হওয়ার কথা। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বা নীতীশ কুমার না-গেলেও অবশ্য বিহার সরকারের শরিক রাষ্ট্রীয় জনতা দলের প্রতিনিধিরা যাচ্ছেন। বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব বৈঠকে যোগ দেবেন বলে জানিয়েছেন।