ক্রমেই শক্তি বাড়ছে তৃণমূলের। জোড়াফুল শিবিরে যোগ দিতে মঙ্গলবারই শহরে হাজির গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো। বর্ষীযান এই রাজনীতিবিদকে স্বাগত জানিয়েছেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসু। বুধবারই আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিতে চলেছেন গোয়ার প্রাক্তন কংগ্রেস নেতা লুইজিনহো ফালেইরো।
গুঞ্জনটা চলছিল বেশ কিছুদিন ধরেই। তবে অবশেষে সেই জল্পনার অবসানের আর বাকি মাত্র কয়েক ঘণ্টা। সব কিছু ঠিকঠাক থাকলে বুধবারই তৃণমূলে যোগ দিতে চলেছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো। ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে গিয়েছেন তিনি। কংগ্রেসের সঙ্গে চার দশকের সম্পর্ক চ্ছিন্ন করেছেন তিনি। কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ ছাড়ার পরপরই প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন তৃণমূলকে। মোদীর বিরুদ্ধে লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রধান মুখ হিসেবে মনে করেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। দিন কয়েক আগেই তিনি বলেছিলেন, “মোদীকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার ফর্মূলা বাংলায় জিতে গিয়েছে।”
বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীকেই এখন প্রয়োজন বলে মনে করেন পোড়খাওয়া এই রাজনীতিবিদ। একুশের ভোটে মোদী-শাহদের একা হাতে পরাস্ত করেছেন তৃণমূলনেত্রী, দিন কয়েক আগে তৃণমূলনেত্রীর প্রশংসায় এমনও বলেছিলেন ফালেইরো। গোয়াতেও বিজেপি বিরোধিতাকে আরও বেশি শক্তিশালী করতে চান তিনি, সেই কারণেই তৃণমূলে যোগ দিতে চান বলে ঘনিষ্ঠ মহলে ইঙ্গিত দিয়েছিলেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ।
আরও পড়ুন- পুজো মিটলেই ফের ভোট, বাকি চার কেন্দ্রে উপনির্বাচন ৩০ অক্টোবর
একুশের বিধানসভা ভোটে বাংলায় বিপুল সাফল্য নিয়ে ক্ষমতায় আসার পর সর্বভারতীয় ক্ষেত্রে গুরুত্ব বেড়েছে তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায়কেই মোদী-বিরোধী প্রধান মুখ হিসেবে মান্যতা দিয়েছেন দেশের তাবড় রাজনীতিবিদ। এদিকে বাংলার পাশাপাশি ত্রিপুরা, অসমেও সংগঠন সাজাচ্ছে তৃণমূল। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে গোয়া। পোড়খাওয়া রাজনীতিবিদ লুইজিনহো ফালেইরোর হাত ধরেই গোয়ায় সংগঠন তৈরি করতে চায় জেড়াফুল শিবির।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন