/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/cats-59.jpg)
বর্তমানে কেসিআরের শারীরিক অবস্থা স্থিতিশীল
হাসপাতালে ভর্তি তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআর। পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি পা পিছলে গিয়ে পড়ে যাওয়ার কারণে নিতম্বের হাড়ে আঘাত পান। এর পরেই তাকে যশোদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা স্থিতিশীল। মধ্যরাতে তিনি তাঁর খামার বাড়িতে ছিলেন। সেখানেই বাথরুমে পা পিছলে পড়ে যাওয়ার কারণে নিতম্বের হাড়ে গুরুতর চোট লাগে।
তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআরকে যশোদা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাড়িতেই পা পিছলে পড়ে গিয়ে তিনি আহত হয়েছেন বলে জানা গিয়েছে। প্রাথমিক ভাবে মনে চিকিৎসকদের অনুমান কেসিআরের নিতম্বের হাড় ভেঙে গিয়েছে। বর্তমানে তিনি যশোদা হাসপাতালে চিকিৎসাধীন। কেসিআরের অসুস্থতার কথা জানার সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছে যান পরিবারের সদস্যরা।
বর্তমানে কেসিআরের শারীরিক অবস্থা স্থিতিশীল। কেসিআর কন্য কে কবিতা তার পোস্টে বলেছেন, “বিআরএস সুপ্রিমো কেসিআর সামান্য আঘাত পেয়েছেন এবং বর্তমানে হাসপাতালে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে রয়েছেন। তিনি যে সমর্থন এবং শুভকামনা পাচ্ছেন তাতে বাবা শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন।”
BRS supremo KCR Garu sustained a minor injury and is currently under expert care in the hospital. With the support and well-wishes pouring in, Dad will be absolutely fine soon.
Grateful for all the love 🙏🏼— Kavitha Kalvakuntla (@RaoKavitha) December 8, 2023
তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের সমাপ্তি এবং কংগ্রেসের হাতে পরাজয়ের পরপরই সরকারি ভবন ছেড়েছিলেন। এরপর থেকে তিনি খামারবাড়িতেই ছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআর বৃহস্পতিবার তাঁর সমর্থকদের সঙ্গে দেখা করেন। রাতে খামার বাড়িতেই পা পিছলে পড়ে গেলে কোমর ও নিতম্বের হাড়ে চোট পান তিনি। এরপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যশোদা হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন কেসিআর। তাঁর পরিবারের সদস্যরা, ছেলে কেটিআর, হরিশ রাও এবং দলের অনেক নেতা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছে যান।