কংগ্রেসের সঙ্গে দীর্ঘ তিন দশকের সম্পর্কে ইতি অসমের শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবের৷ দলের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি লিখে দল ছেড়েছেন সুস্মিতা৷ প্রয়াত কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেবের কন্যা সুস্মিতা দেব৷ কংগ্রেসের সঙ্গে সম্পর্ক চ্ছিন্ন করলেও তিনি নতুন কোনও দলে যোগ দেবেন কিনা তা এখনও স্পষ্ট করেননি৷ তবে ইঙ্গিত একটা দিয়ে রেখেছেন৷ নতুন পর্ব শুরু করতে চান বলে চিঠিতে লিখেছেন তিনি৷ সোনিয়াকে লেখা চিঠিতে তাঁর এই অংশটি নিয়েই কৌতূহল রাজনৈতিক মহলে৷
ফের ধাক্কা কংগ্রেসে৷ এবার দল ছাড়লেন অসমের কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব৷ দলের সভানেত্রী সোনিয়া গান্ধীকি চিঠি লিখে দল ছাড়ার কথা জানিয়েছেন সুস্মিতা৷ চিঠিতে সুস্মিতা লিখেছেন, ‘‘আমার এই চিঠিটি জাতীয় কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফাপত্র হিসেবে গ্রহণ করুন৷ কংগ্রেসের সঙ্গে দীর্ঘ তিন দশকের সম্পর্ক আমার৷ দলের পাশাপাশি সব নেতা, কর্মীদের আমাকে একটা মনোরম যাত্রা উপহার দেওযার জন্য ধন্যবাদ জানাচ্ছি৷’’
আরও পড়ুন- কব্জায় কাবুল, ‘যুদ্ধ শেষ’-এর ঘোষণা তালিবানের
চিঠিতে একইসঙ্গে সোনিয়া গান্ধীকে ম্যাডাম বলে সম্বোধন করেছেন সুস্মিতা দেব৷ তাঁর চিঠির শেষ ছত্রটি নিয়ে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে৷ তবে কংগ্রেসের সঙ্গ ছেড়ে নতুন কোনও দলে যোগ দিতে চলেছেন সুস্মিতা? বিষয়টি স্পষ্ট না করলেও ইঙ্গিতটা কিন্তু দিয়েই রেখেছেন আপাদমস্তক একটি রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা সুস্মিতা দেব৷ সোনিয়া গান্ধীকে লেখা চিঠিতে তিনি লিখেছেন, ‘‘ম্যাডাম, ব্যক্তিগতভাবে আপনাকে ধন্যবাদ দিতে চাই৷ আমাকে সুযোগ ও পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি৷ আমি আশা করব আপনার শুভেচ্ছা আমার সঙ্গে থাকবে৷ মানুষের স্বার্থে কাজ করার জন্য নতুন একটি পর্ব শুরু করতে চলেছি৷’’
সুস্মিতা দেবের আচমকা এই পদত্যাগ অসম কংগ্রেসে বড়সড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ অসমে কংগ্রেসের সংগঠনের একটি বড় ভাগ দেখতেন সুস্মিতা৷ পশ্চিমবঙ্গের সীমা ছাড়িয়ে ইতিমধ্যেই ত্রিপুরায় সংগঠন পোক্ত করার কাজে কোমর বেঁধে নেমেছে তৃণমূল৷ এরই পাশাপাশি অসমেও দলের সংগঠনকে সাজিয়ে তুলতে চান তৃণমূলনেত্রী৷ অসমের বাংলাভাষীদের মধ্যে তৃণমূলনেত্রীর একটিগ্রহণযোগ্যতা রয়েছে৷ সেই কারণেই অসমে সংগঠন সাজাতে তৎপরতা নিচ্ছে তৃণমূল৷ সুস্মিতা দেবের সঙ্গেও নাকি তৃণমূলের কথাবার্তা অনেকটা এগিয়েছে বলে গুঞ্জন রাজনৈতিক মহলে৷ এই আবহেই সুস্মিতার কংগ্রেস-ত্যাগ রাজনৈতিকভাবেই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন