/indian-express-bangla/media/media_files/2024/12/20/g552me8tzwHur9OLBtLD.jpg)
প্রয়াত ওম প্রকাশ চৌতালা
OM Prakash Chautala Death News: ভারতীয় রাজনীতির নক্ষত্রপতন। প্রয়াত হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালা। ৮৯ বছর বয়সে মৃত্যু হল বর্ষীয়ান এই রাজনীতিবিদের। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে বেশ কিছুদিন ধরে ভুগছিলেন তিনি। হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শুক্রবার সকালে গুরুগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ১১.৫৫ মিনিটে মৃত্যু হয় বর্ষীয়ান এই রাজনীতিকের।
প্রয়াত সাতবারের বিধায়ক তথা হরিয়ানার পাঁচবারের মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালা। তাঁর মৃত্যুতে হরিয়ানা ও দেশের রাজনীতিতে নেমে এসেছে শোকের ছায়া। গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ওম প্রকাশ চৌতালা হরিয়ানার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ওম প্রকাশ চৌতালা ১৯৭০ সালে প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হন।
মন্দির-মসজিদ বিতর্কের মাঝে মুখ খুললেন সংঘ প্রধান, কী বললেন?
৭ ডিসেম্বর ১৯৮৯-এ, তিনি হরিয়ানার মুখ্যমন্ত্রী হন। কিন্তু তিনি এই পদে ছিলেন মাত্র ১৭১ দিন (২২ মে ১৯৯০)। দুমাস পরে, ১২ জুলাই, ১৯৯০- এ, তিনি দ্বিতীয়বারের জন্য হরিয়ানার মুখ্যমন্ত্রী হন। দ্বিতীয় দফায় তিনি মাত্র পাঁচ দিন এই পদে আসীন ছিলেন । ২২ মার্চ, ১৯৯১ -এ, তিনি তৃতীয়বারের জন্য হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে আসীন হন।
Former Haryana CM and INLD chief Om Prakash Chautala passes away at his residence in Gurugram: Rakesh Sihag, INLD Media Coordinator
— ANI (@ANI) December 20, 2024
(File photo) pic.twitter.com/3DORlQ338K
তৃতীয় দফায় তিনি ১৪ দিন এই পদে ছিলেন। ঠিক এক বছর পরে, অর্থাৎ ২৪ জুলাই ১৯৯৯-এ, তিনি চতুর্থবারের জন্য হরিয়ানার মুখ্যমন্ত্রী হন। প্রায় চার মাস তিনি এই পদে ছিলেন। ১৯৯৯ সালের ডিসেম্বরে তিনি বিধানসভা ভেঙে দেন। এর পরে, ২রা মার্চ ২০০০-এ চৌতালা পঞ্চমবারের মতো মুখ্যমন্ত্রী হন। পঞ্চম দফায় তিনি মুখ্যমন্ত্রী হিসেবে পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করেন। উল্লেখ্য, শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির মামলায় ২০১৩ সালে দিল্লি কোর্ট চৌতালা ও তাঁর ছেলে অজয় সিংহ চৌতালাকে ১০ বছরের কারাদণ্ড দেয়। এর পর সুপ্রিম কোর্টও তাঁর সাজা বহাল রাখে। ২০১৭ সালে তিহাড় জেল থেকেই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি । ওম প্রকাশ চৌতালার মৃত্যুতে, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা ভূপেন্দ্র সিং হুডা।