Uttar Pradesh Election 2022: উত্তরপ্রদেশে এযাবৎকাল একাধিক আইপিএস এবং আইএএস অবসর নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে সপা বা সমাজবাদী পার্টি। রবিবার এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন সপা প্রধান অখিলেশ যাদব। এদিনই স্বেচ্ছাবসর নিয়ে গেরুয়া দলে যোগ দেন প্রাক্তন আইপিএস অসীম অরুণ। তারপরেই এই প্রাক্তন পুলিশকর্তা এবং আমলাদের বিরুদ্ধে পদক্ষেপে সুর চড়ান অখিলেশ।
তাঁর মন্তব্য, ‘এক বছরে যতজন পুলিশকর্তা এবং আমলা বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবো। কমিশন কোনও ব্যবস্থা না নিলে মানুষের মনে প্রশ্ন জাগবে।‘
এদিকে আবার উত্তর প্রদেশের ভোটের আগে ভারতীয় কৃষক ইউনিয়ন বা বিকেইউ-র সমর্থন পেল সপা-আরএলডি জোট। আসন্ন ইউপি ভোটে অখিলেশ এবং জয়ন্ত চৌধুরীর অক্ষকেই সমর্থন জানাবে বিকেইউ। এমনটাই জানান সংগঠনের সভাপতি নরেশ টিকায়েত। এই বিকেইউ দিল্লি সীমান্তে এক বছরের বেশি সময় ধরে চলা কৃষক আন্দোলনের অন্যতম আয়োজক সংগঠন।
এদিকে, যোগী মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার কয়েক দিন পর রবিবার সমাজবাদী পার্টিতে যোগ দিলেন আরও এক প্রাক্তন মন্ত্রী। এদিন পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবের উপস্থিতিতে সমাজবাদী পার্টিতে যোগ দিলেন দারা সিং চৌহান। মকর সংক্রান্তির দিন সপাতে যোগ দেন দুই প্রাক্তন মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য এবং ধরম সিং সাইনি।
পাশাপাশি ভার্চুয়াল সভার নাম করে জমায়েত করার অভিযোগে সমাজবাদী পার্টিকে নোটিস পাঠাল নির্বাচন কমিশন। কোভিড বিধিভঙ্গের অভিযোগ উঠেছে অখিলেশের দলের বিরুদ্ধে। সপা-কে বিধিভঙ্গের জন্য জবাব দিতে বলা হয়েছে নোটিসে। দুদিন আগে অখিলেশের উপস্থিতিতে সপা-তে যোগ দেন দুই প্রাক্তন মন্ত্রী-সহ ৮ বিধায়ক। সেই কর্মসূচিতেই কোভিড বিধিভঙ্গের অভিযোগ উঠেছে।
উল্লেখ্য, ১৫ জানুয়ারি পর্যন্ত পাঁচ রাজ্যে নির্বাচনী প্রচার-মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল কমিশন। শনিবার সেই নিষেধাজ্ঞার মেয়াদ ২২ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছেন কমিশন। ততদিন পর্যন্ত এই পাঁচ রাজ্যে কোনও রাজনৈতিক সভা-মিছিল হবে না। কিন্তু ভার্চুয়াল সভার নামে জমায়েত করে সভা করেছে সপা। যা নিয়ে নোটিস পাঠিয়েছে কমিশন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে পড়তে থাকুন