প্রয়াত মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর জোশী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬। বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে।
Advertisment
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে প্রয়াত হন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং শিবসেনার সিনিয়র নেতা মনোহর জোশী। ৮৬ বছর বয়সী মনোহর জোশীর শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে তাঁকে বুধবার মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। হিন্দুজা হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে ভর্তি করা হয় তাঁকে। কিন্তু শেষরক্ষা হল না। আজ ভোরেই প্রয়াত হলেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ।
মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর জোশী কিছুদিন ধরে রাজনীতিতে সেভাবে সক্রিয় ছিলেন না। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি মুখ্যমন্ত্রী ছাড়াও, তিনি মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র, বিধায়ক, সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী, লোকসভার স্পিকার এবং রাজ্যসভার সদস্যর মত একাধিক দায়িত্ব সামলেছেন।
হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের পিডি হিন্দুজা হাসপাতালে ভর্তি হন তিনি। বুধবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালের তরফে দেওয়া বিবৃতি অনুসারে, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর জোশীকে ২১ ফেব্রুয়ারি পিডি হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
শিবসেনার অন্যতম প্রবীণ নেতা মনোহর যোশী গত বছরের মে মাসে মস্তিষ্কের আক্রমণে আক্রান্ত হয়ে এই হাসপাতালেই ভর্তি হন। যোশী ১৯৯৫ থেকে ১৯৯৯ পর্যন্ত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন। এছাড়াও তিনি ছিলেন একজন সাংসদও। বাজপেয়ী সরকারে লোকসভার স্পিকার পদে অধিষ্ঠিত ছিলেন তিনি। শুক্রবার মুম্বইয়ের শিবাজি পার্কে ৮৬ বছর বয়সী জোশির শেষকৃত্য সম্পন্ন হবে।