লোকসভা ভোটের আগে কংগ্রেস শিবিরে যেন বাড়তি অক্সিজেন জোগালেন প্রাক্তন এনসিপি নেতা তারিক আনওয়ার। উনিশের ভোটযুদ্ধের আগে উনিশ বছর পর ফের কংগ্রেসে ফিরলেন তারিক। শনিবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর উপস্থিতিতেই পুরনো দলে ফের যোগ দিলেন তারিক। লোকসভা ভোটের আগে কংগ্রেসে ফের তারিকের যোগ দেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
রাফালে দুর্নীতি ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপক্ষে আসরে নামেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। যার জেরেই গত ২৮ সেপ্টেম্বর দল ছাড়েন এনসিপি-র অন্যতম প্রতিষ্ঠাতা আনওয়ার। এনসিপি ছাড়ার পর থেকেই তারিকের কংগ্রেসে যোগদান ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল। উল্লেখ্য, শরদ পাওয়ারের সঙ্গেই ১৯৯৯ সালে কংগ্রেস ছেড়েছিলেন তারিক। এদিন সমর্থকদের নিয়ে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন তারিক।
একটি মারাঠি চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে শরদ পাওয়ার বলেছেন যে, রাফালে যুদ্ধ বিমান নিয়ে মোদীর উদ্দেশ্য অসৎ নয়, যা শুনে তিনি মর্মাহত হন বলে মন্তব্য করেছেন তারিক। এ প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসকে তারিক আনওয়ার বলেন, "বিজেপি এবং প্রধানমন্ত্রীর প্রতি ওঁর দুর্বলতা রয়েছে।" উল্লেখ্য, ২০১৪ সালের ভোটে মোদী ঝড় সত্ত্বেও বিহারের কাটিহার কেন্দ্রটি কুক্ষিগত করেছিলেন তারিক।
আরও পড়ুন, রাফালে-আতঙ্ক থেকেই সিবিআই-এ রদবদলের সিদ্ধান্ত মোদীর: রাহুল গান্ধী
তবে শরদ পাওয়ারের এহেন মন্তব্যের জেরেই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিলেন! এ প্রসঙ্গে আনওয়ার বলেছেন, "আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি, বিশেষত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। সেখানে এটা একেবারেই ঠিক নয়, যদি গোটা কর্মসূচিটাই থিতিয়ে যায়, যাই হোক...আমাদের দল বরাবরই সাম্প্রদায়িক বিরোধী দল। এটা ঠিক নয়, যদি এতে কারও কোনও দুর্বলতা থাকে।"
অন্যদিকে, রাফালে দুর্নীতি ইস্যুতে মোদীকে সমর্থন করার যে অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে, সে অভিযোগ নিয়ে মুখ খুলেছেন শরদ পাওয়ার। অভিযোগ অস্বীকার করে শরদ পাওয়ার বলেছেন, "আমি মোদীকে সমর্থন করেছি, এটা বলে কয়েকজন আমার সমালোচনা করছেন। আমি ওঁকে সমর্থন করিনি। আমি আগেও করিনি, আর কখনও করবও না।"
Read the full story in English