Advertisment

উত্তরপ্রদেশে বাজপেয়ীর মূর্তি বানাবেন যোগী আদিত্যনাথ

২৫ ফুট উচ্চতার বাজপেয়ীর মূর্তি তৈরির কথা মঙ্গলবার ঘোষণা করেছেন যোগী। সে রাজ্যের লোক ভবনে বসানো হবে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মূর্তি।

author-image
IE Bangla Web Desk
New Update
yogi adityanath, যোগী আদিত্যনাথ

উত্তরপ্রদশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ছবিঃ ইন্ডিয়ান এক্সপ্রেস

কয়েনের পর মূর্তি, বাজপেয়ীর জন্মদিনে যেন উপহার দেওয়ার হিড়িক গেরুয়াশিবিরে। তাঁর ৯৪ তম জন্মদিনের আগেই তাঁর স্মৃতিতে ১০০ টাকার কয়েন চালু করে কেন্দ্র। যার উদ্বোধন করেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জন্মদিনের দিন তাঁর দলেরই আরেক সদস্য উদ্যোগ নিলেন তাঁর মূর্তি বানানোর। এবার বাজপেয়ীর মূর্তি তৈরি করার কথা ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তবে ‘স্ট্যাচু অফ ইউনিটি’-র মতো বিশালাকার নয়, ২৫ ফুট উচ্চতার বাজপেয়ীর মূর্তি তৈরির কথা মঙ্গলবার ঘোষণা করেছেন যোগী। সে রাজ্যের লোক ভবনে বসানো হবে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মূর্তি।

Advertisment

বাজপেয়ীর ৯৪ তম জন্মজয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে একথা জানান যোগী। বাজপেয়ীকে এদিন শ্রদ্ধা জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল রাম নায়েক। ওই অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও বিধানসভার অধ্যক্ষ হৃদয় নারায়ণ দীক্ষিত।

আরও পড়ুন, বাজপেয়ীর স্মৃতিতে ১০০ টাকার কয়েন প্রকাশ কেন্দ্রের

উল্লেখ্য, বাজপেয়ীর ৯৪তম জন্মদিনের আগে সোমবার তাঁর স্মৃতিতে ১০০ টাকার স্মারক মুদ্রা চালু করল কেন্দ্র। রাজধানীতে এক অনুষ্ঠানে ১০০ টাকার কয়েনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন ১০০ টাকার কয়েনটি ওজনে ৩৫ গ্রাম। একপিঠে হিন্দি ও ইংরেজিতে বাজপেয়ীর নাম খোদিত রয়েছে। বসানো রয়েছে তাঁর ছবিও। যার নীচে তাঁর জীবনকাল, ১৯২৪ থেকে ২০১৮ সালের উল্লেখ রয়েছে। উল্টো পিঠে রয়েছে অশোক স্তম্ভ। তার নীচে হিন্দিতে লেখা রয়েছে ‘সত্যমেব জয়তে’।

অন্যদিকে, সর্দার বল্লভভাই প্যাটেলের ১৮২ মিটার উচ্চতার বিশালাকার মূর্তির উদ্বোধনের পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে মূর্তি তৈরির ঝোঁক দেখিয়েছেন অনেকে। যোগীরাজ্যেই যেমন অযোধ্যা রামের মূর্তি তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি, শিবাজীর মূর্তি তৈরির কথা বলেছে মহারাষ্ট্রের বিজেপি সরকার। মুম্বইতে সমুদ্রগর্ভ থেকে উদ্ধার হওয়া জমিতে ছত্রপতি শিবাজীর ২১০ ফুট উঁচু মূর্তি তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে ফড়নবিশ সরকার। এই প্রকল্পের জন্য প্রথম সারির একটি নির্মাণ সংস্থার সঙ্গে ৩,০০০ কোটি টাকার চুক্তি করা হয়েছে বলে খবর।

উল্লেখ্য, ৩১ অক্টোবর গুজরাটে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিটির নাম দেওয়া হয়েছে ‘স্ট্যাচু অফ ইউনিটি’। আট বছর ধরে তৈরি হওয়া এই মূর্তটির উচ্চতা ১৮২ মিটার, বর্তমানে এটিই পৃথিবীর উচ্চতম মূর্তি। গুজরাতের নর্মদা জেলার সাধু দ্বীপে অবস্থিত এই মূর্তি সপ্তম আশ্চর্যের অন্যতম ‘স্ট্যাচু অফ লিবার্টি’র থেকেও উঁচু।

bjp national news yogi adityanath Atal Bihari Vajpayee
Advertisment