ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান বিরোধী দলনেতা মাণিক সরকারকে ‘চোর’ বলে ফেসবুকে পোস্ট করায় অনুপম পাল নামে এক ব্যক্তির বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
রাজ্যের বিরোধী সি পি আই (এম) দল আজ একটি বিবৃতিতে জানিয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য সমর্থকেরা ২১ আগস্ট কেরলের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে আগরতলা শহরে ত্রাণ তহবিল সংগ্রহে বেরিয়েছিলেন।
ত্রাণ তহবিল সংগ্রহকালীণ তোলা মাণিকবাবুর একটি ছবিকে কম্পিউটারে এডিট করে তাতে রোজ ভ্যালি চিট ফান্ড গ্রুপের কর্ণধার গৌতম কুণ্ডুর ছবি জুড়ে দেওয়া হয়, সাথে লেখা হয়, 'ভিখারির বেশে আগরতলার রাজপথে দুই চোর'। এই ছবিটি ‘টীম অনুপম পাল’ নামে একটি ফেসবুক পেজে ২১ আগস্ট পোস্ট করা হয়।
এই ছবি পোস্ট হলো ফেসবুকে
পশ্চিম আগরতলা থানার এক কর্তব্যরত আধিকারিক জানিয়েছেন, এ বিষয়ে অ্যাডভোকেট কৌশিক রায় দেববরমা মঙ্গলবার একটি অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগটি একটি স্থানীয় আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
ইতিপূর্বে ‘টীম অনুপম পাল’ ফেসবুক পেজ থেকে ২৯ জুন অন্য একটি পোস্টে মাণিক সরকারের নামে খুনের ছক কষার অভিযোগ তোলা হয়। সেই পোস্টে লেখা ছিল, 'কেরালা ও ঝাড়খণ্ড থেকে CPIM ক্যাডার ও মাওবাদীদের ত্রিপুরায় এনে সন্ত্রাসী কার্যকলাপ সৃষ্টির ষড়যন্ত্র মাণিক সরকার এন্ড কোং এর।'
সি পি আই (এম) রাজ্য সম্পাদক বিজন ধর আজ ফেসবুকে এ ধরণের লেখার তীব্র সমালোচনা করে বলেন, বিরোধী দলনেতার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই ‘কুৎসা’ ছড়ানো হচ্ছে। তিনি রাজ্য পুলিশের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।