Advertisment

মমতাদির সঙ্গে ৪০ বছরের সম্পর্কের টানেই তৃণমূলে: সুস্মিতা দেব

সোমবারই কংগ্রেসের সঙ্গে দীর্ঘ তিন দশকের সম্পর্ক ত্যাগ করে তৃণমূলে যোগ দিয়েছেন প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষমোহন দেবের কন্যা সুস্মিতা৷

author-image
IE Bangla Web Desk
New Update
Tmc nominated Sushmita Deb to the Upper House of the Parliament

রাজ্যসভার ভোটে তৃণমূলের প্রার্থী হলেন সুস্মিতা দেব

তৃণমূলে যোগদানের পরের দিনেই সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ সুস্মিতা দেব৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর পরিবারের সম্পর্ক দীর্ঘ ৪০ বছরের৷ সেই সম্পর্কের ভিত্তিতেই তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে এদিন জানিয়েছেন সুস্মিতা৷ এরই পাশাপাশি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন তাও প্রশংসনীয় বলে মনে করেন সুস্মিতা দেব৷ ‘মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রেরণা৷ তিনি আমাকে গ্রহণ করেছেন৷ আমি সম্মানিত৷’ সাংবাদিক বৈঠকে দলনেত্রীকে এভাবেই কৃতজ্ঞতা জানিয়েছেন সুস্মিতা৷

Advertisment

সোমবারই কংগ্রেসের সঙ্গে প্রায় তিন দশকের সম্পর্ক চ্ছিন্ন করেছেন অসমের শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব৷ কলকাতায় এসে যোগ দিয়েছেন তৃণমূলে৷ সুস্মিতার বাবা প্রয়াত কেন্দ্রের প্রাক্তন মন্ত্রী সন্তোষমোহন দেব৷ কেন্দ্রের মন্ত্রী থাকাকালীন তাঁর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়েরও সু-সম্পর্ক ছিল৷ এছাড়াও তৃণমূল সুপ্রিমো নিজেও একটা সময় ছিলেন কংগ্রেসে৷ সন্তোষমোহন দেবের কন্যা একদা মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতার সঙ্গেও কংগ্রেসে থাকাকালীনই আলাপ ছিল তৃণমূল সুপ্রিমোরও৷ সেই সম্পর্কের নিরিখেই এবার তৃণমূলে সুস্মিতা৷ তিনি নিজেই তৃণমূলে যোগ দিতে আগ্রহী ছিলেন বলে জানালেন সুস্মিতা দেব৷ তিনি এদিন বলেন, ‘‘মমতাদির সঙ্গে আমার পরিবারের ৪০ বছরের সম্পর্ক৷ মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রেরণা৷ আমি তৃণমূলে যোগ দিতে চেয়েছিলাম৷’’

আরও পড়ুন- ‘তালিবানদের বিশ্বাস নেই’, শান্তি-সুরক্ষার আর্জি নিয়ে কাবুলে বৈঠক শিখ ও হিন্দু নেতাদের

আপাতমস্তক রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা সুস্মিতা দেব নিজেও কংগ্রেসে থেকে একাধিক গুরুদায়িত্ব সামলেছেন৷ মহিলা কংগ্রেসের সভানেত্রী হয়ে সামলেছেন একের পর এক সাংগঠনিক কর্মসূচি৷ সংগঠন করে উঠে আসা সুস্মিতা আজ তৃণমূলে৷ দলের তরফে যে দায়িত্ব তাঁকে দেওয়া হবে তা তিনি পালন করতে প্রস্তুত বলে জানিয়েছেন৷ এপ্রসঙ্গে সুস্মিতা দেব এদিন বলেন, ‘‘আমি সংগঠন করতে ভালোবাসি৷ আমার রাজনৈতিক জীবন সংগঠন করে শুরু করেছি৷ আমায় যা দায়িত্ব দেওয়া হবে পালন করব৷’’ বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই বিকল্প বলে মনে করেন সুস্মিতা৷

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc CONGRESS Mamata Banerjee
Advertisment