Advertisment

Sam Pitroda: শ্যাম পিত্রোদার মন্তব্যে ফের বেকায়দায় কংগ্রেস, ভয়ে মুখ খুলতে নারাজ অন্য শীর্ষ নেতারা

Gandhi’s aide Sam Pitrod: খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে, বিভিন্ন বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা পর্যন্ত পিত্রোদার মন্তব্য নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Congress, Sam Pitroda, শ্যাম পিত্রোদা

Congress-Sam Pitroda: কংগ্রেস নেতা শ্যাম পিত্রোদা। (ফাইল ছবি)

Gandhi’s aide lands Congress in another spot: বারবার বিতর্কিত মন্তব্য করে কংগ্রেসের সমস্যা বাড়িয়ে তুলেছেন শ্যাম পিত্রোদা। রাজীব গান্ধীর বন্ধু পিত্রোদা- কংগ্রেস হাইকমান্ড অর্থাৎ, গান্ধী পরিবারের ঘনিষ্ঠ। সেই কারণে, তাঁকে চুপ করাতে বা তাঁর ব্যাপারে কিছু সরাসরি বলতে নারাজ কংগ্রেসের অন্যান্য প্রবীণ-শীর্ষস্থানীয় নেতারা।

Advertisment

যদিও পিত্রোদার মন্তব্যের জেরে ভোটবাজারে হাতে রীতিমতো গরম অস্ত্র পেয়ে গিয়েছে বিজেপি। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে, বিভিন্ন বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা পর্যন্ত পিত্রোদার মন্তব্য নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। পিত্রোদা বর্তমানে ভারতীয় ওভারসিজ কংগ্রেসের প্রধান। রাহুল গান্ধীর সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত ভালো। প্রিয়াঙ্কাদের সঙ্গেও তাই। সেসব কথা মাথায় রেখেই পিত্রোদার ব্যাপারে সাবধানী কংগ্রেসের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।

একটি পডকাস্টে ভারতের বৈচিত্র্য নিয়ে বলতে গিয়ে পিত্রোদা বলেছেন, 'ভারতের পূর্বদিকের লোকেরা দেখতে চাইনিজদের মত, পশ্চিমের লোকেরা দেখতে আরবদের মতো, উত্তরের লোকেরা দেখতে, ফরসা। আর, দক্ষিণের লোকেরা দেখতে আফ্রিকানদের মত। তবে, এটা কোন ব্যাপার না। আমরা সবাই ভাই-বোন।' আর, এসব শুনেই ভোটবাজারে রে-রে করে উঠেছেন বিজেপির তাবড় নেতারা। তাঁরা পিত্রোদার এই বর্ণবাদী মন্তব্যের জন্য কংগ্রেসের মনোভাবকেই দায়ী করে প্রচারসভায় ঝড় তুলেছেন।

জবাবে পরিস্থিতি সামলাতে গিয়ে হাইকমান্ডের অংশ প্রিয়াঙ্কা গান্ধী বঢড়া বলেছেন, 'প্রধানমন্ত্রী এই সব অপ্রয়োজনীয় কথায় বেশি সময় নষ্ট করেন। তিনি এটাকে ফুলটস বল বলে মনে করতেই পারেন। কিন্তু, আমি তাঁকে বলব, তিনি কর্মসংস্থান নিয়ে ফুলটস খেলুন। মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ফুলটস খেলুন। নারীর ওপর অত্যাচার ইস্যুতে ফুলটস খেলুন। অথচ, যারা নারীর ওপর অত্যাচার করেছে, আপনি (প্রধানমন্ত্রী) তাদের বাঁচাচ্ছেন।'

পালটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী সভায় বলেছেন, পিত্রোদার মত বর্ণবৈষম্যবাদী লোকেদের বিরুদ্ধে এবার জনগণের কঠোর বার্তা পাঠানো উচিত। কংগ্রেসের অন্যান্য নেতারা সেভাবে মুখ খুলতে না চাইলেও দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ অবশ্য সোজাসাপটা কথা বলেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'ভারতের বৈচিত্র্যকে চিত্রিত করার জন্য একটি পডকাস্টে মিস্টার স্যাম পিত্রোদা যে উপমাগুলো ব্যবহার করেছেন, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং গ্রহণযোগ্য নয়।'

আরও পড়ুন- ভয়ঙ্কর খেলা খেলল কংগ্রেস, বিজেপি শাসিত রাজ্যে ২ মাসেই গদি টলমল মুখ্যমন্ত্রীর

নাম প্রকাশে অনিচ্ছুক এক কংগ্রেস নেতা পিত্রোদার সম্পর্কে বলেছেন, 'ওই লোকটি বিজেপির হাতে একটি সাজানো থালায় খাবার তুলে দিচ্ছেন। কিন্তু, আমরা সব দেখেও কিছু করতে পারছি না। কারণ, তিনি গান্ধীদের ঘনিষ্ঠ।'

sonia gandhi Priyanka Gandhi CONGRESS bjp rahul gandhi
Advertisment