Advertisment

পদ্ম ছেড়ে ঘাস-ফুলে আলিপুরদুয়ারের গঙ্গাপ্রসাদ, 'এটা পূর্বাভাস'- দাবি মুকুলের

'জেলা নেতৃত্বকে না জানিয়েই একের পর এক দলবদল, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছিল, ফলে দূরত্ব বেড়েছে।'

author-image
IE Bangla Web Desk
New Update
gangaprasad sharma join tmc

তৃণমূলের পতাকা হতে গঙ্গাপ্রসাদ শর্মা।

শক্তঘাঁটি উত্তরবঙ্গেই চিড় ধরলো বিজেপিতে। পদ্ম ফুল ছেড়ে জোড়া-ফুলে নাম লেখালেন আলিপুরদুয়ারের বিজেপি জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। তাঁর সঙ্গেই এদিন তৃণমূলে যোগ দিয়েছেন জেলা বিজেপির একাধিক নেতৃত্ব। মুকুল রায়র ঘরওয়াপসির পর এই প্রথম সংগঠনের শীর্ষস্তরে দলবদল ঘটলো। যা দেখে হাসি মুখে মুকুল বললেন, 'এটা পূর্বাভাস, এ রাজ্যে বিজেপির শেষের শুরু।'

Advertisment

সোমবার তৃণমূল ভবনে তাঁর অনুগামীদের সঙ্গে ঘাস-ফুলে যোগ দেন গঙ্গাপ্রসাদ শর্মা। তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন সুখেন্দুশেখর রায়, মুকুল রায় ও ব্রাত্য বসু। ২০১৯-র লোকসভা ভোটের আগেই গঙ্গাপ্রসাদ শর্মাকে আলিপুরদুয়ারের জেলা সভাপতি করে বিজেপি। লোকসভা তো বটেই, একুশের বিধানসভাতেও ওই জেলার পাঁচটি আসনেই জয় পায় গেরুয়া শিবির।

আরও পড়ুন- ভোট পরবর্তী হিংসা মামলায় হাইকোর্টে ধাক্কা রাজ্যের, রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ

তাহলে কেন বিজেপি ছাড়লেন গঙ্গাপ্রসাদ? জবাবে তিনি বলেথেন, 'কলকাতা বা দিল্লিতে একের পর এক যোগদান করানো হয়েছে। কিন্তু জেলা নেতৃত্বকে কিছুই জানানো হয়নি। জেলা নেতৃত্বকে বিন্দুমাত্র গুরুত্ব দেওয়া হয় না।। তখন থেকেই দলের সঙ্গে দূরত্ব বাড়ছিল। তবে সেই সময় দল ছাড়িনি, কারণ ভোটের আগে ছাড়লে লোকে গদ্দার বলত। ভোটের ফল দেখিয়ে দিয়েছি। আলিপুরদুয়ারের ৫ আসনই বিজেপির দখলে। কিন্তু দূরত্ব বাড়ায় আগে থেকেই তৃণমূলে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম।'

আরও পড়ুন- বঙ্গভঙ্গের জল মাপা চলছে, উত্তাপ বাড়ছে উত্তরবঙ্গে

সম্প্রতি উত্তরবঙ্গে অনুন্নয়ন নিয়ে সরব হয়েছেন আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা। পৃথক রাজ্য়ের দাবি তুলেছেন তিনি। যা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। বিজেপির বিরুদ্ধে 'বঙ্গভঙ্গে' মদতের অভিযোগ তুলেছে তৃণমূল। দলীয় সাংসদের মন্তব্যে অস্বস্তিতে রাজ্য বিজেপি নেতারা। দূরত্ব বাড়াচ্ছেন তাঁরা। বার্লার পৃথর রাজ্যেরও দাবিও গঙ্গাপ্রসাদের বিজেপি ত্যাগে অনুঘটকের কাজ করেছে বলে রবিবারই জানিয়েছিলেন গঙ্গাপ্রসাদ। তৃণমূলে যোগ দিয়ে বিজেপি সাংসদের বিরুদ্ধে এদিন তোপ দাগেন গঙ্গাপ্রসাদ শর্মা। বলেন, 'প্রায় তিন বছর হলেও জন বার্লা উত্তরবঙ্গের উন্নয়নে কোনও কাজ করেননি। এখন বাংলা ভাগের কথা তুলছেন।'

যাঁর দলবদল ঘিরে সম্প্রতি রাজ্য রাজনীতির চর্চা তুঙ্গে উঠেছিল সেই মুকুল রায়ও এদিন গঙ্গাপ্রসাদের তৃণমূলে যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আগেই তিনি জানিয়েছেন, একাধিক বিজেপি সাংসদ, বিধায়ক বিজেপি ছাড়ার জন্য প্রস্তুত। এদিনও দলবদলের সেই ইঙ্গিত বহাল রেখেছেন তিনি। দলবদল প্রসঙ্গে মুকুল বলেন, 'ওটা পূর্বাভাস, এ রাজ্যে বিজেপির শেষের শুরু হল।'

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

mukul roy west bengal politics
Advertisment