/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/cats_e1e0fa.jpg)
জঞ্জাল এখন আস্তাকুড়েই....!নীতীশকে খোঁচা লালুকন্যা রোহিনীর
বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে পদত্যাগ করেছেন নীতীশ কুমার। আজ বিকেলেই NDA-এর সঙ্গে জোট সরকার গঠন করবেন নীতীশ। জানা গিয়েছে নতুন সরকারের উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন বিজেপির সম্রাট চৌধুরী, বিজয় সিনহা। এদিকে নীতীশের পদত্যাগকে খোঁচা দিলেন লালু কন্য রোহিনী। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে নীতীশের এই পদত্যাগ প্রসঙ্গে তিনি লিখেছেন, 'আবর্জনা ডাস্টবিনেই ফেরত গিয়েছে'।
রবিবার বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে নীতীশ কুমার পদত্যাগ করার কিছু সময় পর প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আরজেডি প্রধান লালু যাদবের কন্যা, রোহিণী আচার্য নীতীশের এই পদত্যাগ প্রসঙ্গে তাকে খোঁচা দিয়ে লিখেছেন 'আবর্জনা এখন ডাস্টবিনেই ফিরে এসেছে'।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/cats_3b1c93.jpg)
নীতীশ কুমার পদত্যাগ করার আগে, রোহিণী এক্স-এ পোস্ট করেছিলেন, বলেছিলেন, "যতদিন আমাদের দম আছে, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে…"
উল্লেখ্য নীতীশ কুমার আজ বিকেল ৫টায় শপথ নেবেন, এবং এখন বিজেপির সমর্থনে নতুন সরকার গঠন করতে চলেছেন তিনি। আজ পদত্যাগের পর নীতীশ বলেন, "আগের জোট ছেড়ে নতুন জোট গড়বেন।"
পদত্যাগের পর নীতীশ কুমারকে কড়া আক্রমণ করেছে কংগ্রেস। জয়রাম রমেশ নীতীশের পদত্যাগের পর বলেছেন, নীতীশ কুমার, যিনি ঘন ঘন রাজনৈতিক রঙ বদল করছেন বিহারের মানুষ এই বিশ্বাসঘাতকতার উপযুক্ত জবাব দেবে। এটা খুব স্পষ্ট যে প্রধানমন্ত্রী এবং বিজেপি ভারত জোড়ো ন্যায় যাত্রাকে ভয় পাচ্ছেন এবং সেখান থেকে দৃষ্টি সরাতে এই ‘রাজনৈতিক নাটক’ তৈরি করা হয়েছে।