Gaurav gogoi On waqf bill: 'নামাজে না, সেই বিজেপি ভাবছে মুসলিমদের কথা', সংসদে ঝড় তুললেন গৌরব গগৈ

Gaurav gogoi On waqf bill: আজ কোন এক নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট, আগামীকাল ফোকাস অন্য সম্প্রদায়ের উপর বুধবার লোকসভায় ওয়াকফ বিলের বিরোধীতায় এভাবেই কেন্দ্রের উপর আক্রমণ করেন কংগ্রেস নেতা গৌরব গগৈ।

Gaurav gogoi On waqf bill: আজ কোন এক নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট, আগামীকাল ফোকাস অন্য সম্প্রদায়ের উপর বুধবার লোকসভায় ওয়াকফ বিলের বিরোধীতায় এভাবেই কেন্দ্রের উপর আক্রমণ করেন কংগ্রেস নেতা গৌরব গগৈ।

author-image
IE Bangla Web Desk
New Update
Gaurav gogoi congress waqf bill targeted bjp discussion in loksabha

'বিজেপি ইদের নামাজও ঠিক মত পড়তে দেয় না', সংসদে ঝড় তুললেন গৌরব গগৈ

Gaurav gogoi On waqf bill: 'বিজেপি সংখ্যালঘুদের ইদের নামাজ আদায়েও বাধা দেয়', ওয়াকফ বিলের  বিরোধীতায় সংসদে ঝড় তুললেন কংগ্রেস নেতা গৌরব গগৈ। 
 
আজ কোন এক নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট, আগামীকাল ফোকাস অন্য সম্প্রদায়ের উপর  বুধবার লোকসভায় ওয়াকফ বিলের বিরোধীতায় এভাবেই কেন্দ্রের উপর আক্রমণ করেন কংগ্রেস নেতা গৌরব গগৈ।  সরকারকে তীব্র নিশানা তিনি বলেন, এই বিলের মাধ্যমে সরকারের চারটি প্রধান উদ্দেশ্য রয়েছে- সংবিধানকে দুর্বল করা, বিভ্রান্তি ছড়ানো, ভারতীয় সমাজকে বিভক্ত করা এবং সংখ্যালঘুদের বিচ্ছিন্ন করা।

Advertisment

বুধবার লোকসভায় ওয়াকফ বিল নিয়ে আলোচনা হয়। এই বিলের বিরোধীতায় সুর চড়ান কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। বিজেপি সরকারকে নিশানা করেন। গগৈ বলেন, এই বিলের লক্ষ্য হল সংবিধানকে দুর্বল করা, সংখ্যালঘুদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া, ভারতীয় সমাজকে বিভক্ত করা এবং সংখ্যালঘুদের বিচ্ছিন্ন করা।

গৌরব গগৈ এদিন সংসদে তার ঝোড়ো ভাষণে বলেন, বিজেপি ঈদে মানুষকে নামাজ পড়তে দেয় না, তারাই আজ সংখ্যালঘুদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন, আমি মোদী সরকারকে জিজ্ঞাসা করতে চাই যে লোকসভায় বিজেপির কতজন সংখ্যালঘু সাংসদ  রয়েছেন? তিনি আরও বলেন যে ওয়াকফ সংশোধনী বিল ভারতের সংবিধানের পরিপন্থী।

গৌরব গগৈ বলেন, সরকার ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করছে। তারা চায় ওয়াকফ বোর্ড দুর্বল হোক। রাজস্ব ৭ থেকে ১১ শতাংশ বৃদ্ধি করা উচিত ছিল কিন্তু তা কমিয়ে ৭ থেকে ৫ শতাংশ করা হয়েছে। গৌরব গগৈ বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করে বলেন যে আজ তাদের নজর একটি নির্দিষ্ট সম্প্রদায়ের উপর। আগামীকাল অন্য কোন সম্প্রদায়কে টার্গেট করা হবে। 

Advertisment

কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বলেন, এই বিলের মাধ্যমে সরকার ৪টি মৌলিক উদ্দেশ্য পূরণ করতে চায় 
সংবিধানকে অবমূল্যায়ন করা
বিভ্রান্তি ছড়ানো
ভারতীয় সমাজকে বিভক্ত করা
সংখ্যালঘুদের বিচ্ছিন্ন করা

জেপিসি সম্পর্কে প্রশ্ন উত্থাপিত হয়েছে
গৌরব গগৈ বলেন, সংশোধনী প্রয়োজন কিন্তু সেগুলো এমন হওয়া উচিত যাতে বিলটি আরও শক্তিশালী হয়, কিন্তু তারা এমন সংশোধনী এনেছে যা আরও সমস্যা তৈরি করবে। ওয়াকফ বিলের আলোচনার সময়, গগৈ জেপিসির প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, বিরোধীদের প্রস্তাবিত একটিও সংশোধনী গৃহীত হয়নি। তিনি এই প্রশ্নও উত্থাপন করেছিলেন যে ওয়াকফ বিলটি জেপিসিতে আলোচনা করা হয়নি। ওয়াকফ সম্পর্কে যাদের কোন জ্ঞান ছিল না তাদেরও কমিটিতে আমন্ত্রণ জানানো হয়েছিল।

গৌরব গগৈয়ের বক্তব্যের পাল্টা জবাবে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, দেশে ২০১৪ সালে নির্বাচন হওয়ার কথা ছিল, তার আগে ২০১৩ সালে ইউপিএ সরকার ১২৩টি প্রধান সম্পত্তি ডিনোটিফাই করে ওয়াকফ বোর্ডকে দিয়েছিল, এভাবে নির্বাচন জেতা যায় না, আমরা এখন আপনার ভুল সংশোধন করছি।

Waqf bill