/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/gehlot-new-759.jpg)
রাহুল গান্ধীর টুইট করা সেই ছবি।
রাজস্থানে জট কাটাতে গিয়ে তুরুপের তাস চাললেন রাহুল গান্ধী। শেষমেশ রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন অশোক গেহলোটই। অন্যদিকে, উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হল শচীন পাইলটকে। দুই কংগ্রেস নেতার মন রাখতে রাহুলের এহেন সিদ্ধান্তে শেষমেশ পাইলট ও গেহলোট, দু’জনের মুখেই হাসি ফুটল।
রাজস্থানের দুই হেভিওয়েট কংগ্রেস নেতাকে পাশে নিয়ে এদিন একটি ছবি টুইট করেন রাহুল। যে ছবিতে তিনজনের মুখেই ধরা পড়েছে চওড়া হাসি। ছবির মাথাতে লেখা ছিল ‘দ্য ইউনাইটেড কালারস অফ রাজস্থান’। যা দেখেই আন্দাজ মিলেছিল, জট কেটে গিয়েছে। সেই টুইটের কিছু সময় পরই এল সেই সুখবর।
The united colours of Rajasthan! pic.twitter.com/D1mjKaaBsa
— Rahul Gandhi (@RahulGandhi) December 14, 2018
এদিন রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেন সে রাজ্যের কংগ্রেস পর্যবেক্ষক কে সি বেণুগোপাল। গেহলোটের মুখ্যমন্ত্রীত্বের খবরে খুশির হাওয়া জয়পুরে। রাজস্থানের ভাবী মুখ্যমন্ত্রীর বাসভবনে চলছে রীতিমতো সেলিব্রেশন।
Jaipur: Celebrations outside Rajasthan Chief Minister designate Ashok Gehlot's residence pic.twitter.com/jySsOoNwHB
— ANI (@ANI) December 14, 2018
উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে পদ্মবাহিনীকে পর্যদুস্ত করে মরুরাজ্যের ক্ষমতায় ফিরেছে কংগ্রেস। তারপর থেকেই সে রাজ্যের মুখ্যমন্ত্রীর গদিতে কে বসবেন তা নিয়ে জল্পনা বাড়ে। অশোক গেহলোটের মতো প্রবীণ কংগ্রেস নেতার পাশাপাশি মুখ্যমন্ত্রীর দৌড়ে নাম লেখান শচীন পাইলটও। দুই দাবিদারকে নিয়ে শেষমেশ কী সিদ্ধান্ত নেন রাজীব পুত্র, সে দিকে চোখ ছিল গোটা দেশের। শেষমেশ গেহলোটকে মুখ্যমন্ত্রী বানিয়ে ও পাইলটকে তাঁর ডেপুটি বানিয়ে কংগ্রেস শিবিরের হাল রাহুল শক্ত হাতেই ধরলেন বলে মনে করছে রাজনৈতিক মহল।
Read the full story in English
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us