আবারও বাড়ল দেশের দৈনিক সংক্রমণ৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে করেনায় কাবু ৪১ হাজারের বেশি৷ গতকাল এই সংখ্যাটা ছিল ৩৮ হাজারের কিছু বেশি৷ একদিনে প্রায় সাড়ে ৭ শতাংশ বেড়েছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি আরও ৪৯০ জন৷
করোনা-হানা জারি৷ প্রতিদিন ওঠানামা করছে দেশের দৈনিক সংক্রমণ৷ স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ১৯৫ জন। করোনা আক্রান্ত হয়ে একদিনে দেশে মৃত্যু হয়েছে আরও ৪৯০ জনের৷ স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে দেশে মোট করোনায় সংক্রমিতের সংখ্যা বেড়ে ৩ কোটি ২০ লক্ষ ৭৭ হাজার ৭০৬। দেশে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৮৭ হাজার ৯৮৭। বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ২৯ হাজার ৬৬৯৷ দেশের মধ্যে এই মুহূর্তে করোনার সংক্রমণ বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে দক্ষিণের রাজ্য কেরলে৷ একদিনে কেরলে নতুন করে ২৩ হাজার ৫০০ জন করোনায় সংক্রমিত হয়েছেন৷ মারণ ভাইরাসের তাণ্ডব এখনও জারি মারাঠাভূমেও৷ মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৫৬০ জন৷
আরও পড়ুন- সোমবার থেকে খুলছে পুরীর জগন্নাথ মন্দির! আপাতত স্থানীয়দের প্রবেশাধিকার
এই আবহেই মারণ ভাইরাসের তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কার প্রহর গুণছে দেশ৷ করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট নিয়ে তৈরি হয়েছে ঘোর উদ্বেগ৷ অত্যন্ত সংক্রামক এই ভাইরাস দ্রুত একজনরে শরীর থেকে অন্যের দেহে ছড়িয়ে পড়তে পারে৷ ভারতে করোনার দ্বিতীয় ধাক্কা ঘুম কেড়ে নেওয়ার পিছনে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের বড় ভূমিকা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ বাংলাতেও ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে নতুন সংযোজিত মিউটেশনের খোঁজ মিলেছে। তবে অন্য রাজ্যগুলিতে ডেল্টা প্লাস ভাইরাসে যে মিউটেশন ছিল, এরাজ্যে ভাইরাসের মিউটেশন তার থেকে কিছুটা আলাদা।
করোনার সংক্রমণে লাগাম টানতে দেশজুড়ে টিকাকরণ কর্মসূচিতে গতি বাড়ানোর সওয়াল বারবার করে আসছেন বিশেষজ্ঞরা৷ কেন্দ্রীয় সরকারও টিকাকরণ কর্মসূচির গতি বাড়াতে একাধিক ব্যবস্থা নিচ্ছে৷ তবুও পশ্চিমবঙ্গ-সহ বেশ কয়েকটি রাজ্য চাহিদার তুলনায় কম টিকা সরবরাহের অভিযোগ তুলছে৷
Read full story in English
ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখন টেলিগ্রামে, পড়তেথাকুন