/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/02/cats-177.jpg)
ভারতের গণতান্ত্রিক কাঠামোকে নাড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। শিল্পপতি জর্জ সোরোসকে নিশানা করলেন স্মৃতি ইরানি। তিনি বলেন, যখন আমেরিকার প্রেসিডেন্ট ফ্রান্সের প্রেসিডেন্ট এবং ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ভারতীয় অর্থনীতির ভূয়সী প্রশংসা করছেন তখন একজন মার্কিন শিল্পপতি ভারতকে আক্রমণ করছেন।মোদীর বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন।
তিনি আরও বলেন, ‘শিল্পপতি জর্জ সোরোসের এই ধরনের বক্তব্যের উপযুক্ত জবাব দেওয়া প্রতিটি ভারতবাসীর কর্তব্য। একই সঙ্গে সোরাসের মন্তব্যকে অগণতান্ত্রিক বলেও উল্লেখ করেন তিনি।
মিউনিখ সিকিউরিটি কন্ফারেন্সে ভারতের 'গণতন্ত্রের নবজাগরণ' প্রসঙ্গ তুলে এক মন্তব্য করেছেন কোটিপতি শিল্পপতি জর্জ সোরোস। সোরোস বৃহস্পতিবার বলেন, আদানির শিল্প সাম্রাজ্যে জালিয়াতি এবং স্টক ম্যানিপুলেশনের অভিযোগে প্রধানমন্ত্রী মোদীকে বিদেশী বিনিয়োগকারীদের এবং সংসদে বিরোধীদের প্রশ্নের উত্তর দিতে হবে।
মার্কিন শর্টসেলার হিন্ডেনবার্গ আদানি গ্রুপের বিরুদ্ধে স্টক ম্যানিপুলেশন এবং অ্যাকাউন্ট জালিয়াতির অভিযোগে একটি রিপোর্ট সামনে আনে। এরপরই আদানি গ্রুপের শেয়ার দর হুহু করে কমতে থাকে। রিপোর্ট ঘিরে উত্তাল হয় সংসদের বাজেট অধিবেশন। ২০২৩ মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় জর্জ সোরোস বলেন, আদানি ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী মোদী কেন নীরব? প্রধানমন্ত্রী মোদীকে বিদেশী বিনিয়োগকারীদের এবং সংসদে এই প্রশ্নের উত্তর দিতে হবে।
জর্জ সোরোস একজন মার্কিন শিল্পপতি। তিনি প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে পুঁজিবাদের প্রচারের অভিযোগ করেছেন। ভারতীয় শিল্পপতি গৌতম আদানির সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে বলেও দাবি করেছেন। জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে তিনি এ কথা বলেন। জর্জ সোরোস আদানি গোষ্ঠীর সঙ্গে মোদীর ঘনিষ্ঠতার কথাও তোলেন। এদিনই তাকে নিশানা করেছে ভারতীয় জনতা পার্টি।