দিল্লির পর এবার কলকাতাতেও ‘গোলি মারো’ স্লোগান! অমিত শাহের সভায় যাওযার পথে বিজেপি কর্মীদের মুখে মুখে শোনা গেল ‘গোলি মারো স্লোগান’। সিএএ-র সমর্থনে এদিন শহিদ মিনারে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহের কলকাতা সফরের বিরোধিতায় এদিন শহরের রাজপথে গর্জে উঠেছিল বাম-কংগ্রেস। এর মধ্যেই ‘গোলি মারো’ স্লোগান ঘিরে নয়া বিতর্ক বঙ্গ রাজনীতিতে।
এ প্রসঙ্গে বাম নেতা মহম্মদ সেলিম একটি টুইট করে বলেন, "কলকাতাতে অমিত শাহের একবারের সভাতেই 'গোলি মারো শালো কো' স্লোগান শোনা গেল। গডসের এই অনুরাগীরা গুলি দিয়ে মুগ্ধ করতে পারে অন্যান্যদের। কিন্তু বাংলা বিবেকানন্দ, কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমি।"
এ প্রসঙ্গে কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী বলেন, ‘‘বিজেপি গোটা দেশকে সর্বনাশ করে দেবে। খাস কলকাতার বুকে গোলি মারো স্লোগান দিচ্ছে। ওদের সভার কেন অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী, জানি না। অন্য কেউ করতে পারছেন না সভা। মমতার দ্বিচারিতা রাজনীতি বন্ধ হোক। অমিত শাহের মিছিলে গোলি মারো স্লোগান যারা দিয়েছে, তাদের জেলে ভরা উচিত সরকারের। রাজ্য রসাতলে যাচ্ছে’’।
আরও পড়ুন: বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কেমন হবে, জানালেন অমিত শাহ
বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘দিল্লিতে দাঙ্গার আবহ দেখেছি। মমতার সৌজন্যে অমিত শাহ কলকাতায় এলেন। বিজেপি কর্মীরা গোলি মারো স্লোগান দিলেন। এই স্লোগান যাঁরা দিয়েছেন, তাঁদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে রাজ্য সরকারকে’’।
উল্লেখ্য, শনিবার দিল্লির রাজীব চক মেট্রো স্টেশনে একদল যুবক ‘দেশ কে গদ্দারোকো – গোলি মারো সালে কো’ স্লোগান দেন। এই ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ঘটনার পরই তড়িঘড়ি পদক্ষেপ করে দিল্লি মেট্রো কর্তৃপক্ষ। স্লোগানধারীদের ধরে মেট্রো পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন