Advertisment

শিলিগুড়ি জয়ের পথে তৃণমূল, 'বৃত্ত সম্পন্ন হল'- বললেন গৌতম দেব

প্রবল তৃণমূলে ঝড়েও ২০১৫তে জয় মেলেনি উত্তরের শহর শিলিগুড়িতে। উল্টে আর্বিভাব হয়েছিল 'শিলিগুড়ি মডেল'য়ের।

author-image
IE Bangla Web Desk
New Update
Tmc on the way to occupy Siliguri Corporation , Mamata banerjee making Gautam Dev the mayor

শিলিগুড়ি জয়ের পথে তৃণমূল।

প্রবল তৃণমূলে ঝড়েও ২০১৫তে জয় মেলেনি উত্তরের শহর শিলিগুড়িতে। উল্টে আর্বিভাব হয়েছিল 'শিলিগুড়ি মডেল'য়ের। শিলিদুড়ি দখল করেছিল বাম-কংগ্রেস জোট। ২০১৯-য়ের লোকসভাতেও জিতেছিল বিজেপি। পদ্ম পাপড়ি মেলেছিল গতবারের বিধানসভা ভোটেও। ফলে এবার শিলিগুড়ি পুরনিগম জয় ছিল তৃণমূলের কাছে চ্যালেঞ্জ। যা বাজিমাতের পথে রাজ্যের শাসক দল।

Advertisment

উত্তরের এই পুরনিগমে ভোট গণনার শুরু থেকেই সবুজ আবিরের রমরমা। ৪১টির মধ্যে ৩৫টিতে এগিয়ে তৃণমূল প্রার্থীরা। অর্থাৎ শিলিগুড়ি পুরনিগমের বোর্ড এই প্রথমবার গড়তে চলেছে তৃণমূল ব্রিগেড। আপ্লুত গৌতম দেব। তিনি নিজেও জয় পেয়েছেন প্রায় ৩ হাজার ভোটে।

এদিন গণনা কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে গৌতম দেব বললেন, 'অনেকদিন পর বৃত্ত সম্পন্ন হওয়ার পথে। এটা শিলিগুড়ির মানুষের চাওয়া-পাওয়ার জয়, মমতা ব্যানার্জীর জয়। এই শহরের অনেক কিছু করার রয়েছে। মানুষ যা চাইবেন সাধ্য অনুয়ায়ী তা করব। নেত্রী বলেছেন বিরোদীদের রাজনীতি করার পরিশর দিতে হবে। শিলিগুড়িতে তা আরও নিশ্চিৎ করব।'

বিজেপি ও বাম কয়েকটি ওয়ার্ডে এগিয়ে রয়েছে। তবে ৬ নং ওয়ার্ড থেকে পরাজিত অসোক ভট্টাচার্য। গৌতম দেবের কথায়, 'আগেই বলেছিলাম বিজেপি দু-একটা আসনে জিতবে। তাই হচ্ছে। অশোকবাবুকে থামতে জানতে হবে।'

tmc siliguri Goutam Deb
Advertisment