Advertisment

'মণিপুর নিয়ে আলোচনার জন্য সরকার প্রস্তুত, দেশের মানুষ সত্যি জানতে চায়'

সংসদে মণিপুর ইস্যুতে বিরোধী সাংসদদের স্লোগানের মধ্যে লোকসভা আগামীকাল পর্যন্ত মুলতবি করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
parliament monsoon session, parliament monsoon session live, monsoon session 2023, parliament session live, parliament news live updates, parliament monsoon session day 3, parliament opposition protest, parliament opposition joint protest, parliament news, manipur issue parliament, parliament manipur discussion, opposition on manipur violence, parliament news, parliament live, monsoon session of parliament, manipur issue, discussion on manipur issue, indian express

মণিপুর ইস্যুতে উত্তাল সংসদ। আগামীকাল পর্যন্ত মুলতবি লোকসভা। মণিপুর ইস্যুতে বিরোধীদের দাবিতে উত্তাল সংসদ। আজ সকাল থেকেই বিরোধী দলের সাংসদরা মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী মোদীর বিবৃতির জানিয়েছেন। সংসদে মণিপুর ইস্যুতে বিরোধী সাংসদদের স্লোগানের মধ্যে লোকসভা আগামীকাল পর্যন্ত মুলতবি করা হয়েছে। এর মাঝেই লোকসভায় অমিত শাহ বলেছেন, 'মণিপুর নিয়ে আলোচনার জন্য প্রস্তুত সরকার'।

Advertisment

সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে সরকার মণিপুর নিয়ে আলোচনার জন্য প্রস্তুত। সেই সঙ্গে তিনি বিরোধীদের অনুরোধ করেছেন যে এই বিষয়ে আলোচনা হতে দিন। অমিত শাহ এদিন বলেন, “আমি হাউসে মণিপুর নিয়ে আলোচনার জন্য প্রস্তুত। আমি বিরোধীদের অনুরোধ করছি এই বিষয়ে আলোচনা করতে দিন। এটা গুরুত্বপূর্ণ যে দেশ এই স্পর্শকাতর বিষয় নিয়ে সত্য জানতে পারে,”।

সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে সরকার মণিপুর নিয়ে আলোচনার জন্য প্রস্তুত এবং বিরোধীদের এই বিষয়ে আলোচনার জন্য অনুরোধ জানিয়েছেন। এদিকে রাজ্যসভা থেকে আপ সাংসদ সঞ্জয় সিংকে সাসপেন্ড করার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে, রাঘব চাড্ডা বলেছেন, "এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক"। মণিপুরে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করে, লোকসভার স্পিকার বলেছেন, 'কে প্রতিক্রিয়া জানাবে তা আপনি সিদ্ধান্ত নিতে পারেন না'।

amit shah Manipur
Advertisment