ভারত ও গ্রিসের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করার লক্ষ্যে গ্রীক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস ২১ ফেব্রুয়ারি থেকে ২ দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে আসছেন। দীর্ঘ ১৫ বছরের ব্যবধানে এটিই হবে কোনো গ্রিক রাষ্ট্রপ্রধানের ভারত সফর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছরের আগস্টে গ্রিস সফর করেছিলেন এবং সেই সময়ে ভারত ও গ্রিসের মধ্যে 'কৌশলগত অংশীদারিত্ব'-এ উন্নত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।
তাঁর সফরের কথা ঘোষণা করে, শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিদেশ মন্ত্রক (MEA) বলেছে যে মিৎসোটাকিস 'রাইসিনা হিলস'এ ভাষণ দেবেন। তাঁর সঙ্গে সিনিয়র গ্রীক কর্মকর্তা এবং একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলও ভারতে আসবেন। 'মিৎসোটাকিসের সফরের মাধ্যমে গ্রীস-ভারত কৌশলগত অংশীদারিত্ব জোরদার হবে বলে আশা করা হচ্ছে'
বিদেশ মন্ত্রক বলেছে, "গ্রীক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস সফর ভারত ও গ্রিসের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার ও গভীর করবে বলে আশা করা হচ্ছে।" তিনি এথেন্সে ফেরার আগে মুম্বই সফর করবেন। পাশাপাশি "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রী মোদিও সফররত বিশিষ্ট ব্যক্তির সম্মানে বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করবেন।"
বিবৃতিতে বলা হয়েছে যে ভারত এবং গ্রীসের মধ্যে সাংস্কৃতিক মূল্যবোধ, অর্থনৈতিক উন্নয়নের প্রতিশ্রুতি, নিরাপত্তা, নৌপরিবহন, সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা এবং আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যাগুলি নিয়ে আলোচনা হবে। গত বছরের শুরুতে, ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার পরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্রিস সফর করেছিলেন। মোদীর ২ দিনের সফরে দুই দেশের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।