অসম পুলিশের হেফাজত থেকে জামিনে মুক্তির পর গুজরাতে ফিরেই ফের রাজ্য প্রশাসনকে হুঁশিয়ারি ভাদগামের নির্দল বিধায়ক জিগনেশ মেভানির। ২০১৬ সালে একটি বিক্ষোভকে কেন্দ্র করে বেশ কিছু দলিতের বিরুদ্ধে পরপর মামলা দায়ের করে গুজরাত পুলিশ। অবিলম্বে সেই মামলা প্রত্যাহার না হলে আগামী ১ জুন গুজরাত বন্ধের ডাক দেওয়ার হুঁশিয়ারি দলিত নেতার।
Advertisment
আহমেদাবাদের ভাদজ এলাকায় এক বিশাল সমাবেশে হাজির হয়ে রাজ্য সরকারকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন জিগনেশ। তাঁর কথায়, "যদি এই সরকার উনা বিক্ষোভের সময় দলিতদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলি প্রত্যাহার না করে, তবে ১ জুন গুজরাত স্তব্ধ হয়ে যাবে।" উল্লেখ্য, সম্প্রতি গুজরাত থেকেই গ্রেফতার করা হয়েছিল দলিত নেতা জিগনেশ মেভানিকে।
অসমে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার পরিপ্রেক্ষিতেই জিগনেশকে গুজরাত থেকে ধরে নিয়ে যায় অসম পুলিশ। পরে অসমে তাঁর বিরুদ্ধে নতুন করে মামলা হয়। যদিও আপাতত সব মামলাতেই জামিন পেয়েছেন নির্দল বিধায়ক।
এর আগে পতিদার আন্দোলনকে কেন্দ্র করেও উত্তাল হয়েছিল গুজরাত। তবে পতিদার আন্দোলনের জেরে দায়ের হওয়া মামলাগুলি পরে প্রত্যাহার করে নিয়েছিল রাজ্য সরকার। সেই বিষয়টি উল্লেখ করে আহমেদাদের সভা থেকে জিগনেশ বলেন, "পতিদার আন্দোলনের ক্ষেত্রে দায়ের হওয়া মামলাগুলি যেভাবে প্রত্যাহার করা হয়েছিল সেভাবে এই মামলাগুলিও প্রত্যাহার করা উচিত।''
গুজরাত থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর অসমে নতুন করে জিগনেশের বিরুদ্ধে ফের মামলা হয়। মহিলা পুলিশকর্মীর সঙ্গে অভব্য আচরণের মামলা হয় জিগনেশের বিরুদ্ধে। তবে বরপেটার আদালত সেই মামলাটিকে 'ভুয়ো' তকমা দিয়ে জিগনেশের মেভানির জামিন মঞ্জুর করে।
একইসঙ্গে অসম পুলিশকে তুলোধনা করেন বরপেটা দায়রা আদালতের বিচারক অপরেশ চক্রবর্তী। সেপ্রসঙ্গে বলতে গিয়ে জিগনেশ বলেন, ''আজকাল, মেরুদণ্ড থাকা মানুষের সংখ্যা শক্ত মেরুদণ্ডের মানুষদের তুলনায় বেশ কমে গিয়েছে। তবে আমি - জিগনেশ মেভানি, একজন অভিযুক্ত। শক্ত মেরুদণ্ড দেখানোর জন্য বিচারককে স্যালুট করছি।"