লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চান? জয়ের ব্যবধান ৫ লক্ষ ভোট বা তার বেশি হলে ভালো হয়? তবে, অবিলম্বে যোগাযোগ করতে পারেন পাতিলের পাঠশালায়। এই পাতিল হলেন গুজরাট বিজেপির সভাপতি সিআর পাতিল। সম্প্রতি তিনি ৫,০০০ এর কম থেকে ব্যবধান বাড়িয়ে ৫ লক্ষ বা তার বেশি করার ফরমুলা শিখিয়েছেন। গুজরাটের ভাদোদরা শহর বিভাগের তরফে দলীয় কর্মীদের জন্য এক সোশ্যাল মিডিয়া পাঠশালার আয়োজন করেছিল।
সেখানে সিআর পাটিল পাওয়ার পয়েন্ট, ব্যক্তিগত উদাহরণ, নানা পরিসংখ্যান তুলে ধরেছেন। যার সাহায্যে বোঝানোর চেষ্টা করেছেন, কীভাবে ব্যবধান কোনও কেন্দ্রে ৫ লক্ষের বেশি বাড়ানো যায়। এ যেন, দলের কাছে এক নতুন লক্ষ্য তুলে ধরা। প্রথমে লক্ষ্য ছিল জয়ী হওয়া। কিন্তু, এবার আর সেটা লক্ষ্য নয়। বরং, আসন্ন লোকসভা নির্বাচনে গুজরাট বিজেপির নতুন লক্ষ্য প্রার্থীদের জয়ের মার্জিন বৃদ্ধি। আর, সেটা কমপক্ষে ৫ লক্ষ বা তার বেশি বৃদ্ধি করা।
ঘণ্টাখানেক সময় নিয়ে পাতিল দলীয় কর্মীদের গোটা বিষয়টি বুঝিয়েছেন। তাঁর কথা শোনার জন্য হলে প্রায় হাজারখানেক দলীয় কর্মী হাজির ছিলেন। অনুষ্ঠানটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরাসরি সম্প্রচারও করা হয়েছিল। সেই অনুষ্ঠনে পাতিল দলীয় কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে ভোটার তালিকা ধরে ৭৪ লক্ষ বাড়ি এবং ২.৯ কোটি ভোটারের কাছে পৌঁছতে হবে। কারণ, বিজেপি নেতৃত্বের হিসেব অনুযায়ী, এই বিপুল পরিমাণ ভোট গত বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের ঝোলায় ঢোকেনি। এজন্য সময়সীমাও বেঁধে দিয়েছেন গুজরাট বিজেপির সভাপতি। তিনি জানিয়েছেন, গোটা প্রক্রিয়াটি ১০মে-এর মধ্যে শেষ করতে হবে।
আরও পড়ুন- দুগ্ধ সংস্থা আমুল-নন্দিনীর প্রতিযোগিতায় ভোটের আগে কেন উত্তাপ ছড়াচ্ছে কর্ণাটকে?
ভাদোদরা লোকসভা আসনে ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫ লক্ষেরও বেশি ভোটে জয়ী হন। তিনি বারাণসী লোকসভা আসনের জন্য ভাদোদরা আসনটি ত্যাগ করেন। এরপর ২০১৪ সালের অক্টোবরে অনুষ্ঠিত উপনির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি ফের বড় ব্যবধানে জয়লাভ করে। একই ঘটনার পুনরাবৃত্তি হয় ২০১৯ সালেও।