scorecardresearch

গুজরাট ভূ্মিকম্প নরেন্দ্র মোদীর জন্য কেন মাইলস্টোন?

মোদী সরকারের পুনর্বাসন প্রকল্প ব্যাপক সাড়া ফেলেছিল।

Narendra_Modi

তুরস্ক এবং সিরিয়ায় সাম্প্রতিক বিশাল ভূমিকম্পের পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে ভারত ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সমস্ত সাহায্যের হাত বাড়িয়ে দেবে। এই কথা বলতে গিয়ে মোদী আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। গুজরাটে ২০০১ সালের বিধ্বংসী ভূমিকম্পের কথা তাঁর মনে পড়ে যাচ্ছে বলে মোদী জানিয়েছিলেন। ২০০১ সালে গুজরাট ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কচ্ছ। কিন্তু, তা আমেদাবাদ-সহ সারাদেশে প্রভাব ফেলেছিল। প্রায় ২০,০০০ জন ওই ভূমিকম্পে মারা গিয়েছিলেন। মোদীর রাজনৈতিক জীবনে বহু তাৎপর্যপূর্ণ ঘটনার মধ্যে গুজরাটের ভূমিকম্প অন্যতম।। ওই ঘটনার পর মোদীকে শক্তহাতে গুজরাটের লাগাম সামলাতে দেখেছিল গোটা দেশ।

২৬ জানুয়ারি, ২০০১ সালের প্রজাতন্ত্র দিবসে যখন ভূমিকম্প হয়, তখন মুখ্যমন্ত্রী ছিলেন কেশুভাই প্যাটেল। তিনি ছিলেন গুজরাটে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী। তখন মোদী ছিলেন দলের জাতীয় সাধারণ সম্পাদক। কেন্দ্রে সরকারও ছিল বিজেপির নেতৃত্বে। দলের একজন প্রবীণ নেতা বলেছেন যে জাতীয় সাধারণ সম্পাদক হিসেবে, মোদী দলের হয়ে ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন। ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো আকাশপথে সমীক্ষার সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন। সেই সময় বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় সরকারের মধ্যে সমন্বয়কারী হিসেবে মোদী বড় ভূমিকা পালন করেছিলেন।

বিধানসভা নির্বাচনের ঠিক এক বছর আগে ভূমিকম্প হয়েছিল, এরপর ৭ অক্টোবর, ২০০১-এ বিজেপি, কেশুভাই প্যাটেলকে সরিয়ে মোদীকে মুখ্যমন্ত্রী করে। জনগণের ক্ষোভ সামলাতেই সম্ভবত এই কাজ করা হয়েছিল। গুজরাট-ক্যাডারের এক অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক, যিনি ভূমিকম্পের পরে কচ্ছে ত্রাণ, উদ্ধার ও পুনর্বাসন প্রকল্পে একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, তিনি জানিয়েছেন যে মোদী যখন গুজরাটের দায়িত্ব নেন, তখন উদ্ধার ও ত্রাণকাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল।

আরও পড়ুন- আরোগ্য সেতুতে আপনার তথ্য কি বেহাত হয়ে গেল, কী বলছে সরকার?

ওই আধিকারিক অবশ্য একইসঙ্গে জানিয়েছেন, তার পরও পুনর্বাসনের কাজে মোদী এক বড় ভূমিকা পালন করেছিলেন। যা সেই সময় ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রাক্তন ওই বলেন, ‘মোদীর অধীনে, এই জাতীয় প্রাকৃতিক দুর্যোগের জন্য একটি নিয়ন্ত্রক কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল। গুজরাট রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ২০০১ সালের ভূমিকম্পের পরে তৈরি হয়েছিল। একইভাবে, মোদীর অধীনে দুর্যোগের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি তৈরি হয়েছিল। সম্প্রতি, যখন ঘূর্ণিঝড় তাকতা গুজরাটে আঘাত হানে, তখন মোদীর পদ্ধতিগুলোই রাজ্য সরকার অনুসরণ করেছিল।’

Read full story in English

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Gujarat earthquake remains a milestone for narendra modi