Advertisment

বিজেপি-তে হাদিয়ার বাবা

প্রসঙ্গত, ২০১৬ সালের জানুয়ারি মাসে কেরালার কেএম অশোকানের কন্যা অখিলা ইসলাম ধর্ম গ্রহণ করে হাদিয়া নামে পরিচিত হন। এর মাস খানেকের মধ্যেই ধর্মে মুসলমান শেফিন জাহানকে বিয়ে করেন হাদিয়া ওরফে অখিলা। এই ঘটনাটিকে 'লভ জিহাদ' হিসাবে চিহ্নিত করে উত্তাল হয় কেরালা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

যেদিন অশোকান দলে এসেছেন, সেদিন আরও ৫০ জন পদ্ম পতাকা হাতে তুলে নিয়েছেন। এক্সপ্রেস ফটো।

কেরালার 'লভ জিহাদে'র ঘটনায় শিরনামে উঠে আসা হাদিয়া ওরফে অখিলার বাবা কেএম অশোকান বিজেপিতে যোগ দিলেন। বিজেপির অনলাইন সদস্য সংগ্রহ কর্মসূচির মাধ্যমেই গত সপ্তাহে দলে যোগ দিয়েছেন অশোকান। সে রাজ্যের টিভি পুরমে আয়োজিত শবরীমালা প্রতিবাদ সভায়য় এ কথা জানিয়েছেন কেরালা বিজেপির মুখপাত্র বি গোপালাকৃষ্ণান। বিজেপির ভাইকম মন্ডলের সভাপতি পিজি বিজুকুমারের দাবি, যেদিন অশোকান দলে এসেছেন, সেদিন আরও ৫০ জন পদ্ম পতাকা হাতে তুলে নিয়েছেন।

Advertisment

প্রসঙ্গত, ২০১৬ সালের জানুয়ারি মাসে কেরালার কেএম অশোকানের কন্যা অখিলা ইসলাম ধর্ম গ্রহণ করে হাদিয়া নামে পরিচিত হন। এর মাস খানেকের মধ্যেই ধর্মে মুসলমান শেফিন জাহানকে বিয়ে করেন হাদিয়া ওরফে অখিলা। এই ঘটনাটিকে 'লভ জিহাদ' হিসাবে চিহ্নিত করে উত্তাল হয় কেরালা। এরপরই কেরালা হাইকোর্টের দ্বারস্থ হন অশোকান এবং আদালত হাদিয়া-শেফিন জাহানের বিয়েকে বাতিল করে দেয়। ২০১৭ সালের এই রায়ে হাদিয়ার অভিভাবকত্বের ভারও তুলে দেওয়া হয় তাঁর মা-বাবার হাতেই।

আরও পড়ুন- তিন তালাকে তিন বছরের সাজা, লোকসভায় নয়া বিল পেশ

চলতি বছরে হাদিয়া মামলা ওঠে সুপ্রিম কোর্টে। দেশের শীর্ষ আদালত, কেরালা হাইকোর্টের রায়কে খারিজ করে হাদিয়াকে তাঁর স্বামীর সঙ্গে থাকার নির্দেশ দেয়। তবে, এই ঘটনায় এনআইএ-কে তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দেয় তৎকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ.এম. খানউইলকর এবং বিচারপতি ডি.ওয়াই. চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য, অখিলাকে হাদিয়া হতে বাধ্য করা হয়েছিল কি না, সে বিষয়েই তদন্ত করছে এনআইএ। ২০১৭ সালে সুপ্রিম কোর্টের নির্দেশই এই তদন্ত শুরু করে এনআইএ।

Read the full story in English

kerala bjp
Advertisment