Advertisment

Haryana Election Results 2024: নুহ দাঙ্গার 'ষড়যন্ত্রী' কংগ্রেসের মামন খানের বিরাট জয়, প্রায় ১ লক্ষ ভোটে হারালেন বিজেপি প্রার্থীকে

Firozpur Jhirka Chunav Result: হরিয়ানায় বিজেপির হ্যাটট্রিক হলেও নিজের আসন ফিরোজপুর ঝিরকা থেকে প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী মামন খান। গত বছর নুহ হিংসার জেরে তাঁকে গ্রেফতার করা হয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamman Khan, Haryana Election Results 2024

Firozpur Jhirka Chunav Result: ফিরোজপুর ঝিরকা বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী মামন খান বিপুল ভোটে জয় নথিভুক্ত করেছেন।

Firozpur Jhirka Chunav Result: ফিরোজপুর ঝিরকা বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী মামন খান বিপুল ভোটে জয় নথিভুক্ত করেছেন। তিনি বিজেপি প্রার্থী নাসিম আহমেদকে ৯৮,৪৪১ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

Advertisment

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বলা হয়েছে, মোট ২০ রাউন্ড গণনা শেষে মামন খান পেয়েছেন ১৩০৪৯৭ ভোট। যেখানে বিজেপির নাসিম আহমেদ পেয়েছেন ৩২০৫৬ ভোট। এছাড়াও INLD প্রার্থী মহম্মদ হাবিব পেয়েছেন 15638 ভোট।

ভোট পড়েছে ৭৩.১৩ শতাংশ

৫ অক্টোবর অনুষ্ঠিত ভোটে ফিরোজপুর ঝিরকায় পুরুষদের ভোট পড়েছে ৭৩. ০১ শতাংশ এবং নারীদের ভোট পড়েছে ৭৩.২৫ শতাংশ। বিধানসভা আসনে মোট ভোটার সংখ্যা ২,৪৭,৩৫০। এবার ৭৩.১৩ শতাংশ ভোট পড়েছে।

নুহ জেলার তিনটি আসনই জিতবে কংগ্রেস- মামন খান

ফলাফল প্রকাশের আগে একটি হিন্দি দৈনিক সংবাদপত্রের সঙ্গে সাক্ষাৎকারে মামন খান বলেন, এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি আগের চেয়ে আরও জোরদার হবে। শহর ও গ্রামীণ জনগণের সহযোগিতায় এলাকার উন্নয়নের একটি নীলনকশা প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে।

আরও পড়ুন হরিয়ানায় হ্যাটট্রিকের পথে বিজেপি, 'অপ্রত্যাশিত ফলাফল', বিশ্বাসই করতে পারছে না কংগ্রেস

তিনি বলেছিলেন যে, নুহ জেলার তিনটি আসনেই কংগ্রেস প্রার্থীরা জয়ী হবে এবং পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে রাজ্যে কংগ্রেস পার্টি সরকার গঠন করবে এতে কোন সন্দেহ নেই।

কে এই মামন খান?

গত বছর জুলাই মাসে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গায় পুড়েছিল নুহ এলাকা। সেই দাঙ্গা মামলায় প্রধান অভিযুক্ত করা হয় মামন খানকে। দাঙ্গার ষড়যন্ত্রী মামনের বিরুদ্ধে ইউপিএ-র মতো ভয়াবহ ধারায় মামলা দায়ের হয়। গত বছর ১৫ সেপ্টেম্বর গ্রেফতার হন মামন। পরে ১৮ অক্টোবর জামিনে মুক্ত হন।

bjp CONGRESS haryana Haryana Government Haryana Assembly Elections Results
Advertisment