লোকসভা নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। তার মধ্যেই রাজনৈতিক দলগুলির মধ্যে জোটের আলোচনা চলছে। একই সঙ্গে আসন ভাগাভাগির নিয়েও চলছে চুলচেরা সমীকরণ। এদিকে, সূত্রের খবর এমএনএম প্রধান কমল হাসান ইন্ডিয়া জোটে যোগ দিতে পারেন। ডিএমকে-র সঙ্গে তাঁর দলের জোটের সম্ভাবনা রয়েছে।
জল্পনার মাঝ আজ মুখ খুলেছেন খোদ অভিনেতা-রাজনীতিবিদ কমল হাসান। বুধবার তিনি বলেছেন যে তার দল MNM জোটের জন্য আলোচনা চালাচ্ছে এবং তিনি জোর দিয়ে বলেন, "নিঃস্বার্থভাবে" দেশের চিন্তা করবে যে দল সেই দলকেই নৈতিকভাবে সমর্থন করবেন তিনি। তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, 'আমি I.N.D.I.A ব্লকে যোগ দিইনি'। যারা দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করবে তাদের প্রতি আমার সমর্থন থাকবে'।
সাংবাদিকদের তিনি বলেন, "আমি আগেই বলেছি, এটাই সময় যখন আপনাদের দলীয় রাজনীতির অবসান ঘটিয়ে জাতির কথা ভাবতে হবে। যে নিঃস্বার্থভাবে জাতির কথা চিন্তা করবে, আমার এমএনএম তার শরীক হবে।" MNM এর আগে ২০১৯ লোকসভা নির্বাচন এবং ২০২১ তামিলনাডু বিধানসভা নির্বাচনের লড়াইয়ের ময়দানে নামনেও সেভাবে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেনি। এটি লক্ষণীয় কমল হাসান ২০২২ সালের ডিসেম্বরে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায়ও অংশ নিয়েছিলেন তিনি।