Advertisment

জামিন পেলেন প্রাক্তন মন্ত্রী অনিল দেশমুখ, সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই

এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে দেশমুখকে জামিন দেয় আদালত।

author-image
IE Bangla Web Desk
New Update
anil deshmukh bail, bombay hc anil deshmukh, anil deshmukh breaking, anil deshmukh, mumbai news, indian express

আর্থিক তছরুপ মামলায় বড়সড় স্বস্তি! বম্বে হাইকোর্টে জামিন মঞ্জুর অনিল দেশমুখের

অবশেষে জামিন পেলেন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী অনিল দেশমুখ। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকে সোমবার জামিন দিল বম্বে হাইকোর্ট। এনসিপি নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করেছিল সিবিআই। তার পর তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Advertisment

এদিন এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে দেশমুখকে জামিন দেয় আদালত। আর তদন্তে সহযোগিতার জন্য তাঁকে নির্দেশ দিয়েছে আদালত। সিবিআই এদিন জামিনের বিরোধিতা করলেও তা ধোপে টেকেনি। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই। উচ্চ আদালত জানিয়েছে, দশদিন পর তা কার্যকর হবে।

গত ৮ ডিসেম্বর বিচারপতি মকরন্দ এ কার্ণিকের সিঙ্গল বেঞ্চ দেশমুখের জামিনের আবেদনের শুনানির পর রায়দান স্থগিত রাখেন। এর আগে সিবিআই বিশেষ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন দেশমুখ। অভিযোগ করেন, ইচ্ছাকৃত ভাবে তাঁর জামিন নাকচ করছে আদালত। সিবিআই চার্জশিটে বিশেষ কিছু দেখাতে পারেনি।

এর আগে গত ৪ অক্টোবর ইডি-র দায়ের করা মামলায় দেশমুখকে জামিন দেয় বম্বে হাইকোর্ট। আদালত জানায়, মুম্বই পুলিশের বরখাস্ত অফিসার শচীন ওয়াজের বয়ানের উপর নির্ভর করে মামলা চলতে পারে না। দেশমুখের আইনজীবী বিক্রম চৌধুরি আদালতে মামলা সংক্রান্ত প্রমাণের ধরন নিয়ে প্রশ্ন তোলেন।

উল্লেখ্য, মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং অভিযোগ করেছিলেন, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ আর্থিক তছরুপ ও তোলাবাজির ঘটনায় জড়িত। বর্তমানে সাসপেন্ড হওয়া পুলিশকর্তা সচিন ওয়াজেকেই মুম্বইয়ের বিভিন্ন রেস্তোঁরা ও ব্যবসায়ীদের থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করার নির্দেশ দিয়েছিলেন দেশমুখ।

আরও পড়ুন দিল্লিতে বিজেপির হারের জের, অপসারিত আদেশ

মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ তোলাবাজি করে মাসে ১০০ কোটি টাকা ঘরে তুলতে চেয়েছিলেন বলে দাবি করেন মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং। মুকেশ আম্বানির বাড়ির কাছ থেকে বিস্ফোরক ভর্তি গাড়ি উদ্ধারের তদন্তে ত্রুটির অভিযোগ তুলে পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়ার পরই মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে লেখা এক চিঠিতে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলেছেন পরমবীর। সেইসঙ্গে তাঁর দাবি, আম্বানি কাণ্ডে ধৃত পুলিশ অফিসার শচীন ওয়াজেকেই তোলাবাজির কাজে ব্যবহার করতেন দেশমুখ। এই বিষয়টি তিনি আগেই উদ্ধবকে জানিয়েছিলেন।

Bombay High Court cbi Anil Deshmukh
Advertisment