Advertisment

Hemant Soren: জেল থেকে বেরিয়ে ফের কুর্সিতে হেমন্ত সোরেন? জোর রাজনৈতিক চর্চা ঝাড়খণ্ডে

হেমন্ত সোরেন ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিতে চলেছেন! ৬ মাস পর ক্ষমতায় ফিরবেন তিনি? এমন জল্পনা ক্রমেই জোরালো হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Hemant Soren

হেমন্তের বিরুদ্ধে দায়ের করা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলায় জামিন থেকে মুক্তি পাওয়ার পরে, ক্ষমতাসীন জেএমএমের সূত্র বলেছিল যে চম্পাই মুখ্যমন্ত্রী হিসাবে অব্যাহত থাকবে, সেখানে একটি পুনর্বিবেচনা করা হচ্ছে বলে মনে হচ্ছে। (পিটিআই ছবি)

Hemant Soren: হেমন্ত সোরেনকে আবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী করার প্রস্তুতি? ঝাড়খণ্ডে রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে।

Advertisment

হেমন্ত সোরেন ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিতে চলেছেন! ৬ মাস পর ক্ষমতায় ফিরবেন তিনি এমন জল্পনা ক্রমেই জোরালো হচ্ছে। আজ ঝাড়খণ্ডে 'লেজিসলেটিভ পার্টি অফ ইন্ডিয়া অ্যালায়েন্সের' একটি বৈঠক অনুষ্ঠিত হয়, বৈঠকে উপস্থিত সকলেই হেমন্ত সোরেনকে আবার রাজ্যের মুখ্যমন্ত্রী করার বিষয়ে একমত হয়েছে বলেই খবর।

ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) এর কার্যকরী সভাপতি জেল থেকে বেরিয়ে আসার পর থেকেই তাকে রাজ্যের মুখ্যমন্ত্রী করা হতে পারে বলে অবিরাম জল্পনা চলছে। বুধবার রাজ্যে লিজিসলেটিভ পার্টি অফ ইন্ডিয়া অ্যালায়েন্সের একটি বৈঠক ডাকা হয় যেখানে হেমন্ত সোরেনকে মুখ্যমন্ত্রী করার বিষয়ে ঐকমত্যে আসেন সকলেই। হেমন্ত সোরেন ফের রাজ্যের ক্ষমতা দখল করতে পারেন।

বর্তমানে ঝাড়খণ্ডের রাজ্যপাল রাজ্যের বাইরে রয়েছেন, তাই রাজ্যপাল রাঁচিতে না পৌঁছানো পর্যন্ত সমস্ত বিধায়ক মুখ্যমন্ত্রীর বাসভবনে থাকবেন। বলা হচ্ছে যে রাজ্যপাল সন্ধ্যার মধ্যে রাঁচিতে পৌঁছবেন, তার পরে মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন তার পদ থেকে ইস্তফা দিতে পারেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনকে নতুন দায়িত্ব দেওয়া হতে পারে। তাকে সমন্বয় কমিটির চেয়ারম্যান করা হতে পারে।

আরও পড়ুন : < CBI Raid: নিট কাণ্ডে নাম জড়াল কলকাতার, নিউটাউনের আবাসনে হানা সিবিআইয়ের >

হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী হওয়ার জল্পনা আরও জোরদার হয়েছিল যখন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন শেষ মুহুর্তে ১,৫০০ শিক্ষকের নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠান বাতিল করেন। হেমন্ত সোরেনের গ্রেফতারির পর, চম্পাই সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে ২০২৪ সালের ২রা ফেব্রুয়ারি শপথ নেন।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৩১ জানুয়ারি জমি কেলাঙ্কারি মামলায় সোরেনকে গ্রেফতার করেছিল। ২৮শে জুন হাইকোর্ট তাকে জামিন দেন, এরপর তিনি কারাগার থেকে মুক্তি পান। জমি কেলেঙ্কারির স্পঙ্গে সম্পর্কিত অর্থ পাচারের মামলায় ৩১ জানুয়ারি তার গ্রেপ্তারের ঠিক আগে, হেমন্ত সোরেন রাজ্যপালের সঙ্গে দেখা করেছিলেন এবং পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।

হেমন্ত সোরেন জেল থেকে বেরিয়ে আসার পর আবারও জল্পনা জোরদার হয়েছে রাজনৈতিক মহলে। সরকারি সূত্র জানিয়েছে, 'শীঘ্রই হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিতে পারেন। জেএমএম সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, 'রাজ্যে নেতৃত্বে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে… এই বৈঠকটি গুরুত্বপূর্ণ। ক্ষমতাসীন জোটের সমস্ত বিধায়ক এখানে জড়ো হবেন।' বুধবার ১৫০০ জন নির্বাচিত শিক্ষককে নিয়োগপত্র বিতরণ সহ মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনের সমস্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি হঠাৎ করে বাতিল করায় এই জল্পনা আরও জোরদার হয়। কংগ্রেসের এক বিধায়ক বলেছেন, 'ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের দল বুধবার 'ইন্ডিয়া' জোট বিধায়কদের বৈঠকে যোগ দিতে বলেছে।'

Hemant Soren jharkhand
Advertisment