Advertisment

Hemant Soren: আস্থা ভোটে জয়ী হেমন্ত সোরেন, বিরোধীদের ওয়াকআউটে উত্তপ্ত ঝাড়খণ্ড বিধানসভা

Hemant Soren: বৃহস্পতিবার হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Jharkhand CM Hemant Soren with Speaker Rabindra Nath Mahato

স্পিকার রবীন্দ্র নাথ মাহাতোর সঙ্গে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন

Hemant Soren wins Trust Vote: আস্থা ভোটে জয়ী হেমন্ত সোরেন সরকার। ৮১ -সদস্যের বিধানসভায়, ৪৫ জন বিধায়ক আস্থা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। ঝাড়খণ্ডে সরকার গড়ার জন্য প্রয়োজনীয় সংখ্যা রয়েছে হেমন্ত সোরেনের কাছে। আস্থা ভোটে জয়ী হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনকে ধন্যবাদ জানিয়েছেন হেমন্ত। বলেছেন, কঠিন সময়ে সরকার বাঁচিয়ে দিয়েছেন বিশ্বস্ত সৈনিক চম্পাই সোরেন। তাঁর জন্য তিনি কৃতজ্ঞ।

Advertisment

হেমন্ত সোরেনের শপথগ্রহণ- বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন হেমন্ত সোরেন। হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হয়েই তিনি দলের বিধায়কদের সমর্থনে চম্পাই সোরেনের স্থলাভিষিক্ত হন মুখ্যমন্ত্রী হিসেবে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সোরেনকে ৩১ শে জানুয়ারি জমি কেলেঙ্কারির সঙ্গে জড়িত আর্থিক তছরুপের ঘটনায় হেমন্ত সোরেনকে গ্রেফতার করেন।

Jharkhand CM Hemant Soren lodges FIR against ED officials under SC and ST Act after searches at his Delhi house , দিল্লির বাসভবনে তল্লাশির কারণে ইডি আধিকারিকদের বিরুদ্ধে তফশিলি আইনে এফআইআর দায়ের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

আরও পড়ুন : < Rahul Gandhi’s Manipur visit: রাহুল গান্ধীর সফরের আগে অশান্ত মণিপুর, চলল গুলি! চূড়ান্ত অস্থিরতায় কপালে ভাঁজ প্রশাসনের >

সোমবার ঝাড়খণ্ড বিধানসভার বিশেষ অধিবেশন চলাকালীন আস্থা ভোটে জয়ী হন তিনি । ঝাড়খণ্ড বিধানসভায়, হেমন্ত সরকারের আস্থা ভোটের প্রস্তাবের পক্ষে ৪৫ টি ভোট পড়েছে। বিরোধিতায় কোন ভোট পড়েছিল। আস্থা ভোটের পরে, ঝাড়খণ্ড বিধানসভার বিশেষ অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। আজ সন্ধ্যায় হেমন্ত সোরেন মন্ত্রিসভা সম্প্রসারিত হবে।

Hemant Soren jharkhand Jharkhand Government
Advertisment